logo
আপডেট : 30 November, 2022 22:58
চীন-রাশিয়ার বোমারু বিমানের যৌথ টহল
মেইল রিপোর্ট

চীন-রাশিয়ার বোমারু বিমানের যৌথ টহল

রাশিয়া ও চীনের দুরপাল্লার টুপোলেভ-৯৫ বোমারু বিমানসহ কৌশলগত যুদ্ধবিমান জাপান সাগর ও পূর্ব চীন সাগরে যৌথ টহল দিয়েছে। 

বুধবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় একথা জানিয়েছে, টহলের রুটে একটি পর্যায়ে কৌশলগত ক্ষেপণাস্ত্রবাহী বিমানকে সঙ্গ দিয়েছে বিদেশি যুদ্ধবিমান।

মন্ত্রণালয় আরও জানায়, রাশিয়ান এয়ারোস্পেস ফোর্সের টিইউ-৯৫ এমসি কৌশলগত ক্ষেপণাস্ত্রবাহী বিমান এবং চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) বিমানবাহিনীর কৌশলগত বোমারু বিমান এক্সআইএএন এইচ-৬কে জাপান সাগর এবং পূর্ব চীন সাগরের ওপর দিয়ে টহল দিয়েছে।

রাশিয়া ও চীনের যুদ্ধবিমান আন্তর্জাতিক আইনের ধারা মেনে টহল দিয়েছে এবং কোনো দেশের আকাশসীমা লঙ্ঘন করা হয়নি বলে দাবি করেছে রুশ প্রতিরক্ষামন্ত্রণালয়।

এই প্রথম রাশিয়া ও চীনের সামরিক বিমান যৌথ টহলের অংশ হিসেবে একে অপরের দেশের বিমানঘাঁটিতে অবতরণ করেছে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।