logo
আপডেট : 23 December, 2022 01:13
তাজমহলে প্রবেশ করতে লাগবে করোনা পরীক্ষা
মেইল রিপোর্ট

তাজমহলে প্রবেশ করতে লাগবে করোনা পরীক্ষা

আবারো বাড়ছে করোনার প্রভাব। চীনসহ অন্যান্য দেশে বেড়েছে করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে ভারতের জনপ্রিয় পর্যটনস্থল তাজমহলে সতর্কতা জারি করা হয়েছে।

আগ্রা জেলা স্বাস্থ্য তথ্য কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন বলে বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) জানিয়েছে এএনআই।  

প্রতিদিন অভ্যন্তরীণ ও বিদেশি অনেক পর্যটক আগ্রার বিখ্যাত তাজমহল দেখতে আসেন। করোনা পরিস্থিতি বিবেচনায় এই পর্যটন স্থান ভ্রমণের আগে তাদের পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে বলে জানিয়েছে দাফতরিক সূত্র।  
 
আগ্রা জেলা স্বাস্থ্য তথ্য কর্মকর্তা অনিল সাতসাঙ্গি বলেন, স্বাস্থ্য বিভাগ এরইমধ্যে সংক্রমণ ঠেকাতে কোভিড পরীক্ষা শুরু করেছে। যেহেতু সতর্কতা জারি করা হয়েছে, সেহেতু, দর্শনার্থী বা পর্যটকদের করোনা পরীক্ষা বাধ্যতামূলক।