logo
আপডেট : 12 January, 2023 18:10
এবার সোলেদার দখল করতে চায় রাশিয়া!
মেইল রিপোর্ট

এবার সোলেদার দখল করতে চায় রাশিয়া!

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর সোলেদার দখলের জন্য রাশিয়া তার বাহিনী গড়ে তুলছে। তবে কিয়েভের সৈন্যরা শহরটি এখনও নিজেদের দখলে রেখেছে।

ইউক্রেনের উপ-প্রতিরক্ষামন্ত্রী হানা মালিয়ার এ তথ্য জানিয়েছে।

এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘ইউক্রেনে রাশিয়ান সামরিক ইউনিটের সংখ্যা সপ্তাহের মধ্যে বেড়ে ২৫০ থেকে ২৮০-তে দাঁড়িয়েছে। ’

সোলেদার দখলের লড়াই সম্পর্কে মালিয়ার বলেন, ‘ওয়াগনার গ্রুপের ভাড়াটে সৈন্যরা কয়েক সপ্তাহ ধরে শহরটি নিজেদের নিয়ন্ত্রণে নিতে লড়াই করছে। রাশিয়ান সৈন্যরা তাদের নিজেদের মরদেহের ওপর দিয়ে চলছে। ’

তিনি যোগ করেন, ‘রাশিয়া তার নিজের হাজার হাজার মানুষকে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। কিন্তু আমরা এখনও নিজেদের জায়গা ধরে আছি। ’

এদিকে পূর্ব ইউক্রেনে একের পর এক পরাজয়ের পর রুশ বাহিনীর নেতৃত্বে পরিবর্তন আনলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অভিযানের নেতৃত্বে থাকা রাশিয়ার শীর্ষ কমান্ডার সের্গেই সুরোভিকিনকে সরিয়ে দিয়েছেন তিনি।

নিযুক্তির মাত্র তিন মাসের মাথায় তাকে সরিয়ে দেওয়া হলো।

সুরোভিকিনের জায়গায় নিয়োগ পেয়েছেন সেনাবাহিনীর চিফ অব দ্য জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভ। তিনিই এখন পুতিনের বিশেষ অভিযানের নেতৃত্ব দেবেন।