logo
আপডেট : 18 October, 2023 15:40
বাংলাদেশে সরকারি চাকরিজীবীদের ডোপ টেস্ট যে কোনো সময়ে
মেইল রিপোর্ট

বাংলাদেশে সরকারি চাকরিজীবীদের ডোপ টেস্ট যে কোনো সময়ে

আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক বলেছেন, সরকারি চাকরিজীবীদের সন্দেহ হলে যেকোনো সময় মাদক শনাক্তকরণ টেস্ট (ড্রাগ অ্যাবিউজ) করা হবে।

বুধবার (১৮ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ১২তম সভা শেষে তিনি আরও বলেন, মাদক নেওয়ার ৭২ ঘণ্টা পার হলে ডোপ টেস্টে আর শনাক্ত করা যায় না। সেজন্য এই পরিকল্পনা করা হয়েছে।

মন্ত্রী বলেন, নির্বাচন বর্জন করে দেশে অরাজকতা সৃষ্টির করবে বিএনপি- এমন ঘোষণায় শঙ্কিত নয় সরকার।

তাদের এসব অরাজকতা রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে। জনজীবনের নিরাপত্তার হুমকি হলে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে।

এসময় সাইবার ক্রাইম বন্ধ করতে সংশ্লিষ্টদের কাজ করার নির্দেশনা দেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী। তিনি বলেন, দ্রব্যমূল্য নিয়ে উদ্বিগ্ন সরকার। বাজার নিয়ন্ত্রণ করা যাচ্ছে না কোনোভাবেই, সঠিকভাবে কার্যকর হয়নি সরকারি সিদ্ধান্ত।

যারা কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজারে সেসব মজুতদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়েছে বলে জানান মন্ত্রী।

মুক্তিযোদ্ধা মন্ত্রী বলেন, রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে নিরুৎসাহিত করছে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে কাজ করা কিছু এনজিও। বৈঠকে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত হয়েছে।