logo
আপডেট : 24 October, 2023 16:11
খালেদা জিয়ার চিকিৎসায় আমেরিকা থেকে আসছেন ৩ বিশেষজ্ঞ
ঢাকা অফিস

খালেদা জিয়ার চিকিৎসায় আমেরিকা থেকে আসছেন ৩ বিশেষজ্ঞ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য আমেরিকার জন হপকিন্স হাসপাতাল বাংলাদেশে আসছেন তিন বিশেষজ্ঞ চিকিৎসক।  আগত বিশেষজ্ঞরা হৃদরোগ ও কিডনি বিশেষজ্ঞ।

বিশেষজ্ঞরা আগামীকাল দেশে এসে পৌঁছাবেন বলে নিশ্চিত করেছেন খালেদা জিয়ার চিকিৎসক দলের একজন সদস্য। তিনি জানান, সরকারের তরফ থেকে ইতোপূর্বে মৌখিকভাবে বিদেশ থেকে চিকিৎসক আনার পরামর্শ দেয়ায় বেগম জিয়ার পরিবার তিন চিকিৎসক'কে দেশে আনার ব্যবস্থা করে বুধবার তাদের বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে।

এদিকে মঙ্গলবার সকালে নিয়মিত চিকিৎসার অংশ হিসেবে বেগম জিয়াকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করে এভারকেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন জানান, সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে খালেদা জিয়াকে সিসিইউতে নেওয়া হয়। ওই হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে এর আগেও কয়েকবার সিসিইউতে নেওয়া হয়।

গত ৯ আগস্ট থেকে দুই মাসের বেশি সময় ধরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বিএনপি নেত্রীর চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, খালেদা জিয়ার জীবন ঝুঁকির মধ্যে আছে।