logo
আপডেট : 25 October, 2023 19:45
বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ম্যাক্সওয়েলের
স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ম্যাক্সওয়েলের

বিশ্বকাপের ইতিহাসের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড এই বিশ্বকাপেই দু'বার লেখা হয়ে গেলো। গত ৭ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে ৪৯ বলে সেঞ্চুরি করেছিলেন দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম। সেটি হয়ে গিয়েছিল বিশ্বকাপ ইতিহাসের দ্রুততম সেঞ্চুরি।

আজ (২৫ অক্টোবর) অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল সেই রেকর্ড ভেঙে দিলেন। নেদারল্যান্ডসের বিপক্ষে ৪০ বলে সেঞ্চুরি হাঁকালেন অসি অলরাউন্ডার।

চলতি বিশ্বকাপ শুরুর আগে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি দখলে ছিল আয়ারল্যান্ডের কেভিন ও'ব্রায়েনের। ২০১১ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ৫০ বলে সেঞ্চুরি করেছিলেন এই আইরিশ ব্যাটার। সেটি এখন চলে গেছেন তালিকার তিন নম্বরে।

ক্রিকেটের সবচেয়ে বড় আসরে চতুর্থ দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটিও ম্যাক্সওয়েলের দখলে। ২০১৫ সালে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ৫১ বলে শতক হাঁকিয়েছিলেন অসি অলরাউন্ডার।

আর বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম পঞ্চম সেঞ্চুরিটি হলো দক্ষিণ আফ্রিকার ব্যাটার এবি ডি ভিলিয়ার্সের। ২০১৫ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫২ বলে সেঞ্চুরি হাঁকান মারকুটে প্রোটিয়া ব্যাটার। ওই ম্যাচে ১৬২ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন তিনি।