logo
আপডেট : 26 October, 2023 12:12
৬৪ ঘণ্টা বন্ধ থাকছে এনআইডি সেবা কার্যক্রম
ঢাকা অফিস

৬৪ ঘণ্টা বন্ধ থাকছে এনআইডি সেবা কার্যক্রম

সার্ভার কক্ষ স্থানান্তরের কাজ চলায় বৃহস্পতিবার (২৬ অক্টোবর) থেকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা পরবর্তী ৬৪ ঘণ্টা বন্ধ থাকবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের সিস্টেম এনালিস্ট মামুনুর হোসেন জানিয়েছেন, সার্ভার কক্ষ স্থানান্তরের কাজ চলাকালীন ৬৪ ঘণ্টা এনআইডি সেবা কার্যক্রম বন্ধ থাকবে। 

তিনি জানান, বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেল ৫টা থেকে শনিবার (২৮ অক্টোবর) রাত পর্যন্ত সার্ভার, নেটওয়ার্কিং ডিভাইস, স্টোরেজসহ সকল ইকুইপমেন্ট মূল কক্ষে স্থানান্তর করার জন্য সার্ভার/নেটওয়ার্ক সংক্রান্ত সব সার্ভিস বন্ধ থাকবে। রোববার (২৯ অক্টোবর) সকাল ৯টায় যথারীতি সার্ভিসসমূহ চালু থাকবে। 

প্রসঙ্গত, এনআইডি সার্ভার থেকে মোবাইল অপারেটর, আর্থিক প্রতিষ্ঠান, আইন-শৃঙ্খলা বাহিনীসহ ১৭৫টি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান নাগরিকদের পরিচয় যাচাইয়ের সেবা নিয়ে থাকে।