logo
আপডেট : 10 November, 2023 23:48
শ্রীলঙ্কার সদস্যপদ স্থগিত করলো আইসিসি
স্পোর্টস ডেস্ক

শ্রীলঙ্কার সদস্যপদ স্থগিত করলো আইসিসি

বিশ্বকাপে বাজে সময় কাটিয়েছে শ্রীলঙ্কার। এর মাঝেই দলটির সকল বোর্ড কর্মকর্তাকে বরখাস্ত করেন সেদেশের ক্রীড়ামন্ত্রী রোশান রানাসিংহে।

এমন অস্থিরতার পর আরও এক ধাক্কা খেল লঙ্কানরা।  আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি) স্থগিত করেছে তাদের সদস্যপদ।

এক বিবৃতিতে আজ আইসিসি জানায়, ‘আইসিসি বোর্ড সভায় সব কিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, শ্রীলঙ্কা ক্রিকেট সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ বিধি-নিষেধ লঙ্ঘন করেছে। বিশেষ করে, স্বাধীনভাবে কাজ করতে ক্রিকেট প্রশাসনকে সরকারি হস্তক্ষেপের বাইরে থাকার প্রয়োজন ছিল। সেটা নিশ্চিত করতে পারেনি তারা।  সময়মতো এই স্থগিতাদেশের শর্তগুলো জানিয়ে দেবে আইসিসি বোর্ড।’

আগের বোর্ডকে বরখাস্ত করে নতুন অন্তর্বর্তীকালীন কমিটি ঘোষণা করেছিলেন লঙ্কান ক্রীড়ামন্ত্রী।  এর আগে পদত্যাগ করেছিলেন লঙ্কান বোর্ডের সেক্রেটারি মোহন ডি সিলভা। তার ওপর বিশ্বাসঘাতকতার অভিযোগ আনেন রানাসিংহে। এরপর এমন কাণ্ড ঘটান তিনি।

অন্তর্বর্তীকালীন কমিটিতে চেয়ারম্যান হিসেবে রাখা হয় ১৯৯৬ বিশ্বকাপ জেতানো সাবেক অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গাকে। কিন্তু শ্রীলঙ্কার আপিল আদালত অন্তর্বর্তীকালিন কমিটির কার্যক্রম দুই সপ্তাহের জন্য স্থগিত ঘোষণা করেন।

এদিকে বিশ্বকাপের এবারের আসরে ৯ ম্যাচ খেলে মাত্র দুই ম্যাচে জয় পেয়েছে শ্রীলঙ্কা। চার পয়েন্ট নিয়ে বিশ্বকাপ শেষ করে দেশে ফিরেছে তারা।