logo
আপডেট : 20 December, 2023 00:08
ইউক্রেনের সঙ্গে আলোচনা চান পুতিন
মেইল রিপোর্ট

ইউক্রেনের সঙ্গে আলোচনা চান পুতিন

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, রাশিয়া কিয়েভের ভবিষ্যত সম্পর্কে ইউক্রেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের সাথে কথা বলতে প্রস্তুথ। তবে মস্কো তার জাতীয় স্বার্থ রক্ষা করবে। মঙ্গলবার রুশ প্রতিরক্ষা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেছেন।

২০২২ সালে ইউক্রেনে অভিযান শুরু করে রাশিয়া। অবশ্য প্রেসিডেন্ট পুতিন একাধিকবার জানিয়েছেন,  তিনি ইউক্রেন ইস্যুতে শান্তির বিষয়ে কথা বলতে প্রস্তুত।

পুতিন বলেছেন, ‘যারা রাশিয়ার প্রতি আক্রমণাত্মক, সেই ইউক্রেন, ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্র কি আলোচনা করতে চায়? তারা যা চায় করুক। তবে আমরা আমাদের জাতীয় স্বার্থের ভিত্তিতে এটি করব। আমাদের যে অংশ রয়েছে তা আমরা ছেড়ে দেব না।

তিনি জানিয়েছেন, রাশিয়া ইউরোপের সাথে যুদ্ধ করার ইচ্ছা রাখে না।