আপডেট : 14 February, 2024 21:10
ঝড়ের কবলে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্য
মেইল রিপোর্ট
শক্তিশালী ঝড়ের কবলে পড়েছে অস্ট্রেলিয়া। দেশটির ভিক্টোরিয়া রাজ্যের সবচেয়ে বড় বিদ্যুৎকেন্দ্গুলোর একটি বন্ধ হয়ে যাওয়ায় বিদ্যুৎহীন হয়ে পড়েছে হাজার হাজার ঘরবাড়ি।
কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবারের ঝড়ের কবলে মৃত্যু হয়েছে ভিক্টোরিয়ার এক বাসিন্দার। উপড়ে পড়েছে গাছপালা-স্থাপনা। এছাড়া, বজ্রপাতের কারণে ছড়িয়ে পড়েছে দাবানলও। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে আহত হয়েছেন অন্তত ৫ দমকল কর্মী। ব্যহত ট্রেন চলাচলও।
এদিকে, মেলবোর্নে ঝড়ো হওয়ার পাশাপাশি হয়েছে শীলাবৃষ্টি। শহরটিতে বন্ধ রাখা হয় অনেক শিক্ষাপ্রতিষ্ঠান। দেশটির আবহাওয়া অফিস বলছে, বুধবারও থাকবে ঝড়ো হওয়া।