পাকিস্তানের নতুন প্রেসিডেন্ট হচ্ছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) কো-চেয়ারম্যান আসিফ আলি জারদারি। এ নিয়ে দ্বিতীয়বারের মতো দেশটির প্রেসিডেন্ট হচ্ছেন তিনি।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ।
জিও নিউজের ওই প্রতিবেদনে বলা হয়েছে, ইতোমধ্যে জোট সরকার গঠনে ঐকমত্যে পৌঁছেছে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএলএন) ও পিপিপি। সেই ঐকমত্যের অংশ হিসেবেই পিপিপির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারির পিতা আসিফ আলি জারদারিকে পাকিস্তানের প্রেসিডেন্ট হিসেবে মনোনীত করা হয়েছে।
এছাড়াও নতুন এই জোটে পিপিপি ও পিএমএলএন ছাড়াও আরও চারটি রাজনৈতিক দল রয়েছে। সেগুলো হলো– মুত্তাহিদা কওমি মুভমেন্ট পার্টি (এমকিউএমপি), পাকিস্তান মুসলিম লীগ-কায়েদে আজম (পিএমএলকিউ), ইস্তেকাম-ই পাকিস্তান পার্টি (আইপিপি) এবং বেলুচিস্তান আওয়ামী পার্টি (বিএপি)।
জিও নিউজের প্রতিবেদনে আরও জানা গেছে, এদিন ছয় রাজনৈতিক দলের শীর্ষ নেতারা বৈঠক করেন। বৈঠকটি অনুষ্ঠিত হয় পিএমএলকিউ’র চেয়ারম্যান চৌধুরী সুজাত হাসানের বাসভবনে। সেখানেই তারা এই সিদ্ধান্তে পৌঁছান।