logo
আপডেট : 19 February, 2024 23:33
পাকিস্তানে নওয়াজের দলের তিন বিজয়ী প্রার্থীর ফল স্থগিত
মেইল রিপোর্ট

পাকিস্তানে নওয়াজের দলের তিন বিজয়ী প্রার্থীর ফল স্থগিত

আঞ্জুম আকিল, তারিক ফজল চৌধুরী ও রাজা খুররম নওয়াজ

পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) দলের বিজয়ী তিন প্রার্থীর ফল স্থগিত করেছে ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি)।

বিচারপতি মিয়াঙ্গুল হাসান আওরঙ্গজেব ও বিচারপতি আরবাব মুহাম্মদ তাহিরের সমন্বয়ে গঠিত ইসলামাবাদ হাইকোর্টের দুই সদস্যের বেঞ্চ পিএমএল-এনের তারিক ফজল চৌধুরী, আঞ্জুম আকিল এবং রাজা খুররম নওয়াজের ফল স্থগিতের আদেন দেন।

এনএ-৪৭ আসনের অনানুষ্ঠানিক ফল অনুযায়ী তারিক ফজল চৌধুরী ১০২,৫০২ ভোট পেয়ে জয়ী হয়েছিলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী তার জয়কে চ্যালেঞ্জ করেন।

আঞ্জুম আকিল এনএ-৪৬ আসন থেকে ৮১,৯৫৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তবে তা চ্যালেঞ্জ করেছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থিত স্বতন্ত্র প্রার্থী আমির মুঘল।

অন্যদিকে রাজা খুররম ইসলামাবাদের এনএ-৪৮ আসনের বিজয়ী হলেও চ্যালেঞ্জ করেছেন পিটিআই সমর্থিত প্রার্থী আলী বুখারি।

পাকিস্তানের ৮ ফেব্রুয়ারির নির্বাচনে কারচুপির অভিযোগ উঠেছে। রাওয়ালপিন্ডির সাবেক কমিশনার লিয়াকত আলী চাথা তার তত্ত্বাবধানে সংঘটিত ‘কারচুপির’ বিষয়ে চমকপ্রদ তথ্য প্রকাশ করার পর অভিযোগ আরও জোরালো হয়েছে।  

প্রধান রাজনৈতিক দলগুলো এই অভিযোগের স্বাধীন ও বিচার বিভাগীয় তদন্তের আহ্বান জানিয়েছে। কেউ কেউ ইতোমধ্যে নির্বাচনের ফলাফলের বিরুদ্ধে রাস্তায় নেমেছে।