logo
আপডেট : 25 June, 2024 00:19
ঋণের তৃতীয় কিস্তি ১.১১ বিলিয়ন ডলার অনুমোদন আইএমএফের
ঢাকা অফিস

ঋণের তৃতীয় কিস্তি ১.১১ বিলিয়ন ডলার অনুমোদন আইএমএফের

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বোর্ড ওয়াশিংটনে সংস্থাটির প্রধান কার্যালয়ে বাংলাদেশের ঋণের তৃতীয় কিস্তির ১১১ কোটি ৫০ লাখ (১ দশমিক ১১৫ বিলিয়ন) ডলার অনুমোদন করেছে। আগামী দুই দিনের মধ্যে ঋণের অর্থ ছাড় করা হবে।

তৃতীয় কিস্তির ঋণের অর্থ পাওয়ার মাধ্যমে আইএমএফ থেকে ৪ দশমিক ৭ বিলিয়ন ডলার ঋণের তিন কিস্তিতে মোট ২২৭ কোটি ৩৩ লাখ (২ দশমিক ২৭ বিলিয়ন) মার্কিন ডলার পাবে বাংলাদেশ।

সোমবার (২৪ জুন) ওয়াশিংটনের আইএমএফ বোর্ড সভায় এ ঋণ অনুমোদন করে। এদিন সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক।

উল্লেখ্য, ২০২২ সালের জুলাই মাসে বাংলাদেশ আইএমএফের কাছে ঋণ চায়। ছয় মাস পর সংস্থাটি গত ২০২৩ সালের ৩০ জানুয়ারি ৪৭০ কোটি ডলার ঋণ দেওয়ার সিদ্ধান্ত নেয়। ২০২৬ সাল পর্যন্ত সাড়ে তিন বছরে মোট সাত কিস্তিতে এ অর্থ পাওয়া যাবে।

ঋণের প্রথম কিস্তির ৬৮ কোটি ২০ লাখ ডলার ২০২৩ সালের ২ ফেব্রুয়ারি পায় বাংলাদেশ। এরপর ঋণের দ্বিতীয় কিস্তির ৪৭ কোটি ৬৩ লাখ ডলার পায় ২০২৩ সালের ১৩ ডিসেম্বর। আর আজ সোমবার ঋণের তৃতীয় কিস্তির ১১১ কোটি ৫০ লাখ ডলার অনুমোদন করলো আইএমএফ এর বোর্ড সভা। দুই দিনের মধ্যেই এ অর্থ ছাড় হবে।