পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সম্পর্ক এগিয়ে নেওয়ার ব্যাপারে একমত হয়েছে বাংলাদেশ ও ভারত।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের (ইউএনজিএ) এক ফাঁকে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠকে দুই নিকট প্রতিবেশী দেশের মধ্যে এ বিষয়ে আলোচনা হয়েছে।
নিউইয়র্কের স্থানীয় সময় অনুযায়ী সোমবার সন্ধ্যায় তৌহিদ হোসেনের সঙ্গে এস জয়শঙ্করের বৈঠকটি অনুষ্ঠিত হয়।
শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর এটিই ছিলো ঢাকা ও নয়াদিল্লির মধ্যে প্রথম দ্বিপক্ষীয় বৈঠক।
বৈঠকে বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা। উভয়েই বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যেতে একমত হন। তবে, দুই দেশের মধ্যে যে অস্বস্তিকর প্রসঙ্গ রয়েছে, সেই শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে কোনও কোনও কথা হয়েছে কিনা, কোনও পক্ষ থেকেই তা জানানো হয়নি।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হিসেবে নিউইয়র্কে অবস্থান করছেন পররাষ্ট্র উপদেষ্টা। পাশাপাশি নরেন্দ্র মোদির সফরসঙ্গী হিসেবে উপস্থিত রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
এদিকে, এ বিষয়ে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানানো হয়েছে, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকের ফাঁকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন। তারা দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।
একই সামাজিক যোগাযোগমাধ্যমে অপর এক পোস্টে জয়শঙ্কর লেখেন, সোমবার সন্ধ্যায় নিউইয়র্কে বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক হয়েছে। আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে আলোচনা হয়েছে।
গত ৫ অগস্ট বাংলাদেশে ছাত্র–জনতার অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর এদিনের আলোচনা খুবই গুরুত্বপূর্ণ ছিল।
বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষিতে, দক্ষিণ এশিয়ার দুই মিত্র দেশের সম্পর্কে কিছুটা টানাপোড়েন দেখা দেয়। এর আগে একাধিক সাক্ষাৎকারে, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছিলেন, বাংলাদেশের জন্য ভারত খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেশি দেশ। নয়াদিল্লির সঙ্গে সুসম্পর্ক রাখতে আগ্রহী ঢাকা। তবে, বাংলাদেশের জনগণের চাহিদাকে অগ্রাধিকার দিতে হবে ভারতকে।
জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে এরই মধ্যে নিউইয়র্কে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার একদিন আগেই নিউইয়র্কে আসেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের বৈঠক অনুষ্ঠিত হবে।