ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পরিপ্রেক্ষিতে জর্দান ও ইরাক সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ করেছে।
এর আগে আল জাজিরা জানিয়েছিল, লেবাননও দুই ঘণ্টার জন্য তাদের উড়োজাহাজ চলাচল বন্ধ করে দেয়।
ইসরায়েলও উড়োজাহাজ চলাচল বন্ধ করে। তবে হামলা শেষ হলে পুনরায় উড়োজাহাজ চলাচল চালু করে।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস হুমকি দিয়ে বলছে, ইসরায়েল জবাব দিলে সর্বনাশা হামলার মুখে পড়তে হবে। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লেবানন-ইসরায়েল সীমান্ত সংঘাতে জড়ায়।
গত কয়েক সপ্তাহ ধরেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছিল। লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করে ইসরায়েল। এরপর লেবাননে স্থল আক্রমণ করে ইসরায়েলি বাহিনী। এসবের পরিপ্রেক্ষিতেই দেশটিতে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে ইরান।