সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে একটি রেস্তোরাঁয় আত্মঘাতী বোমা হামলায় সাতজন নিহত এবং ছয়জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে পুলিশ কর্মকর্তা ও বেসামরিক নাগরিক উভয়ই ছিলেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১৭ অক্টোবর) মোগাদিশুতে জেনারেল কাহিয়ে পুলিশ একাডেমি নামে একটি পুলিশ ট্রেনিং স্কুলের বাইরের ওই রেস্তোরাঁতে বোমা বিস্ফোরিত হয়।
অজ্ঞাত ডিভাইসের সাহায্যে এই আত্মঘাতী বিস্ফোরণ ঘটানো হয়েছে। কারা এই হামলা চালিয়েছে তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার নয়। তবে আল-কায়েদার সঙ্গে যুক্ত সশস্ত্র গোষ্ঠী আল-শাবাবকে এ হামলার জন্য সন্দেহ করা হচ্ছে। কারণ, সোমালিয়ার সরকারকে উৎখাত করার প্রচেষ্টায় গোষ্ঠীটি প্রায়ই সামরিক ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্য করে হামলা চালায়।
পুলিশ জানায়, জেনারেল কাহিয়ে পুলিশ একাডেমির বাইরে ক্যাফেতে কর্মকর্তারা চা পান করছিলেন। যেখানে সাধারণ নাগরিকের উপস্থিতিও ছিল। কাছেই একটি গাছের নিচে এলাকার বাসিন্দারা বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় সেখানে বিস্ফোরণ ঘটে।
নিহত একজনের স্বজন হাসান ওসমান বলেন, ‘আমার চাচাতো ভাই এবং তার চার সহকর্মী বিস্ফোরণে মারা গেছেন। আমরা তাদের মরদেহ নিতে ঘটনাস্থলে যাচ্ছি।’