তুরস্কের রাজধানী আঙ্কারার কাছাকাছি একটি অ্যারোস্পেস কোম্পানিতে হামলায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৪ জন।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এমনটি জানিয়েছেন।
মন্ত্রী আলি ইয়েরলিকায়া হামলা নিয়ে বিস্তারিত কিছু জানাননি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, আঙ্কারায় কাহরামানকাজানে তুর্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজে সন্ত্রাসী হামলা হয়েছে।
স্থানীয় গণমাধ্যমে প্রচারিত ফুটেজে দেখা যায়, কাহরামানকাজানে হামলাস্থলে বড় আগুন ও ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। শহরটি আঙ্কারা থেকে ৪০ কিলোমিটার উত্তরে।
বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে। ভিডিও ফুটেজে গুলি বিনিময়ের ঘটনাও ঘটতে দেখা যায়। তাৎক্ষণিকভাবে কেউ হামলার দায় স্বীকার করেনি।
ঘটনাস্থলে জরুরি উদ্ধার সংস্থার সদস্যদের পাঠানো হয়েছে।