পূর্ব ঘোষণা ছাড়াই সোমবার ইউক্রেন সফর করেছেন জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ। তিন বছর আগে ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর এটা তার দ্বিতীয় সফর। আর এই সফরে কিয়েভকে ৬৮৫ মিলিয়ন ডলার সামরিক সহায়তা দেবার কথা উন্মোচন করেন।
রয়টার্স বলেছে, স্কোলজ এক্স-এ লিখেছেন, "জার্মানি ইউরোপে ইউক্রেনের সবচেয়ে শক্তিশালী সমর্থক থাকবে," তিনি জেলেনস্কিকে প্রতিশ্রুতি দেবেন ডিসেম্বরে ৬৫০ মিলিয়ন ইউরো (৬৮৫ মিলিয়ন ডলার) মূল্যের আরও অস্ত্র সরবরাহের ঘোষণা দেবেন।
তিনি জানিয়েছেন, প্যাকেজের মধ্যে IRIS-T এয়ার ডিফেন্স সিস্টেম, লেপার্ড 1 ট্যাঙ্ক এবং সশস্ত্র ড্রোন রয়েছে।
রোববার (১ ডিসেম্বর) নতুন ইউরোপীয় কাউন্সিলের সভাপতি আন্তোনিও কস্তা এবং নতুন ইইউ পররাষ্ট্র নীতির প্রধান কাজা ক্যালাস তাদের অফিসে প্রথম দিনে ইইউ-এর সমর্থন প্রদর্শনের জন্য কিয়েভ সফর করেন।
সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ায় এ যুদ্ধে আগামীতে ইউক্রেনকে সামরিক ও আর্থিক সহায়তা দেবে কিনা যুক্তরাষ্ট্র; তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
আর এই অবস্থায় কিয়েভের পাশে এসে দাঁড়িয়েছে জার্মানি। এই যুদ্ধে জার্মানি যে আগামীতে ইউক্রেনকে সমর্থন দেবে স্কোলজের এই সফর সেটিরই ইঙ্গিত দিচ্ছে।
একদিকে ইউরোপের বৃহত্তম অর্থনীতিতে চলমান রাজনৈতিক অস্থিরতা, অন্যদিকে রাশিয়ান সৈন্যদের দ্রুত অগ্রসর হবার খবরে অনিশ্চয়তায় ইউক্রেন। এটা এখনো স্পষ্ট নয় যে কিয়েভের ইউরোপীয় মিত্ররা ইউক্রেনের পক্ষে কতটা সমর্থন বাড়াতে পারে যদি ট্রাম্প তার সবচেয়ে বড় সমর্থক থেকে সাহায্য বন্ধ করে দেয়।
জানা গেছে স্কোলজ এবং রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি একটি অজ্ঞাত স্থানে দেখা করেন । আলোচনায় তারা ইউক্রেনীয় এবং জার্মান সংস্থাগুলির দ্বারা নির্মিত সামরিক ড্রোনগুলি পর্যালোচনা করেন। তারা একটি হাসপাতালেও যান এবং যুদ্ধে আহত ব্যক্তিদের সঙ্গে কথা বলেন।