logo
আপডেট : 24 December, 2024 23:10
প্রযুক্তিগত ত্রুটি, যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বন্ধ
মেইল রিপোর্ট

প্রযুক্তিগত ত্রুটি, যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বন্ধ

যুক্তরাষ্ট্রজুড়ে সব ফ্লাইট এক ঘণ্টার জন্য স্থগিত রেখেছে আমেরিকান এয়ারলাইন্স। এয়ারলাইন্সটির প্রযুক্তিগত সমস্যার কারণে এই স্থগিতাদেশ দেওয়া হয় বলে জানিয়েছে মার্কিন বিমান পরিবহন নিয়ন্ত্রক সংস্থা।

আজ মঙ্গলবার সকালে আকস্মিক কারিগরি ত্রুটির কারণে এয়ারলাইনসের সব ফ্লাইট বন্ধ রাখতে হয়। 

বড়দিনের আগে এমন ভ্রমণ সমস্যায় পড়ার আশঙ্কা হাজারো যাত্রীর জন্য উদ্বেগ সৃষ্টি করেছিল।

আমেরিকান এয়ারলাইন্স এক বিবৃতিতে জানিয়েছে, আজ সকালে আমাদের ফ্লাইটগুলো প্রযুক্তিগত সমস্যার কবলে পড়ে। আমাদের টিম সমস্যা সমাধানে দ্রুত কাজ করছে এবং এই অসুবিধার জন্য আমরা আমাদের গ্রাহকদের কাছে ক্ষমাপ্রার্থী।