logo
আপডেট : 18 March, 2025 04:01
দক্ষিণী নির্মাতার হাত ধরে খলনায়ক হয়ে ফিরছেন শাহরুখ
বিনোদন ডেস্ক

দক্ষিণী নির্মাতার হাত ধরে খলনায়ক হয়ে ফিরছেন শাহরুখ

দক্ষিণী নির্মাতা অ্যাটলি কুমারের সঙ্গে ক্যারিয়ারের অন্যতম সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন বলিউড তারকা শাহরুখ খান। মাঝে এক বছরের বিরতি। এবার দক্ষিণের পুষ্পাখ্যাত নির্মাতা সুকুমারের সঙ্গে হাত মেলাতে চলেছেন ‘কিং খান’। 

এই সিনেমায় নাকি খলনায়কের ভূকিমায় দেখা যাবে বলিউড বাহশাহকে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, সুকুমার গ্রামীণ রাজনৈতিক অ্যাকশন ড্রামা নিয়ে এক ছবি নির্মাণ করতে চলেছেন। এই ছবিতে শাহরুখকে খলনায়কের চরিত্রে দেখা যাবে। বৈষম্যের মতো সামাজিক সমস্যা ঘিরে ছবিটি নির্মাণ করা হবে।

সুকুমারের হাতে ‘আরসি ১৭’,‘পুষ্পা ৩’ ও ‘র‍্যাম্পেজ’ ও এক রোমান্টিক ড্রামা ছবি আছে। এদিকে শাহরুখ ব্যস্ত থাকবেন ‘কিং’ ও ‘পাঠান ২’ নিয়ে।

শাহরুখ আর সুকুমারের জুটি দেখার জন্য সিনেমাপ্রেমীদের প্রায় দুই বছর মতো অপেক্ষা করতে হতে পারে।

শাহরুখকে শেষ বড় পর্দায় দেখা গেছে ২০২৩ সালে ‘ডানকি’ ছবিতে। এই ছবিতে তাঁর সঙ্গে ছিলেন তাপসী পান্নু। এই একই বছর কিং খানের ‘পাঠান’ ও ‘জওয়ান’ মুক্তি পেয়েছিল। এই দুই ছবি বক্স অফিসে রীতিমেতা ঝড় তুলেছিল। 


সূত্র: আনন্দবাজার।