ভয়ঙ্কর ব্রহ্মোস উৎক্ষেপণ করল ভারত
বিশ্বের দ্রুততম এবং ভয়ঙ্কর দাবি করা ‘ব্রহ্মোস’ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ভারত। এই সুপারসোনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র সম্পূর্ণ ভারতীয় পদ্ধতিতে তৈরি। এমনকি শিকার কিংবা লক্ষ্যভেদের কৌশলটিও সম্পূর্ণ ভারতের আবিষ্কার। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে এ খবর প্রকাশ করা হয়েছে।
খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে রাজস্থানের পোখরান টেস্ট রেঞ্জ থেকে এই ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়। ভারত এবং রাশিয়ার যৌথ উদ্যোগে ক্ষেপণাস্ত্রটি তৈরি করা হয়েছে। এর নামও রাখা হয়েছে দুই দেশের নদীর নামে মিল রেখে। ভারতের ব্রহ্মপুত্র এবং রাশিয়ার মোস্কভার সঙ্গে মিল রেখে এর নাম রাখা হয়েছে ‘ব্রহ্মোস’।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এক টুইটার বার্তায় জানানো হয়, ঠিক সময়ে নির্দিষ্ট লক্ষ্যে ব্রহ্মোস আঘাত হানতে সক্ষম হয়। নতুন ক্ষেপণাস্ত্রটি ভূমি, জাহাজ, ডুবোজাহাজ কিংবা যুদ্ধবিমান থেকেও ছোড়া সম্ভব বলে জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, এটি প্রায় ৩শ’ কেজি ওজনের অস্ত্রবহনে সক্ষম।