শিরোনাম
সেভেন সিস্টার্স নিয়ে ড. ইউনূসের বক্তব্যে ভারতে তোলপাড়, বাংলাদেশের জবাব মধ্যপ্রাচ্যে সামরিক সক্ষমতা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত পুতিনের লিমোজিনে বিস্ফোরণ, হত্যাচেষ্টা নাকি দুর্ঘটনা? ভারতে আবারও ২২ মাওবাদী নিহত দক্ষিণী নির্মাতার হাত ধরে খলনায়ক হয়ে ফিরছেন শাহরুখ ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ‘মেগা’ ভূমিকম্পে জাপানে ৩ লাখ মানুষের প্রাণ যেতে পারে নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 31 March, 2018 01:06

ভারত সীমান্তের কাছেই পাকিস্তানের পরমাণু বোমার দুর্গ!

ভারত সীমান্তের কাছেই পাকিস্তানের পরমাণু বোমার দুর্গ!
মেইল ডেস্ক :

ভারতকে যে কোনো সময় আক্রমণ করতে প্রস্তুত বলেই মনে করে পাকিস্তান। এ জন্য নানা ধরনের প্রস্তুতি নিয়েছে তারা। দেশের বিভিন্ন প্রান্তে অস্ত্র সাজানো হয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে ভারতের সীমান্ত এলাকার মাত্র ৬০ থেকে ৮০ কিলোমিটারের মধ্যে পরমাণু বোমার দুর্গ গড়েছে তারা। 

পাকিস্তানের সেই সেনা দুর্গের ছবি স্যাটেলাইট ইমেজে ধরা পড়েছে। ভারত সীমান্তের কাছে পাকিস্তানের গুরজানওয়ালায় পরমাণু অস্ত্রের দুর্গ গড়া হয়েছে। খুব কাছ থেকে ভারতকে আক্রমণ করার জন্য তৈরিকৃত ক্ষেপণাস্ত্রও রয়েছে সেখানে।

২০১১ থেকে ২০১৪ সালে মধ্যে গুরজানওয়ালায় পরমাণু বোমার স্থাপনা তৈরি করা হয়। এখানে দুটি গ্যারেজ রয়েছে। পূর্ব দিকে রয়েছে অটোমেটেড ব্লাস্ট ডোর। আর পশ্চিমে পাঁচ মিটার চওড়া একটা এন্ট্রান্স। ইগলুর মতো ঘরে রয়েছে অস্ত্রাগার।

২০১০ থেকে ২০১৫ সালের পানো আকিল এলাকায় আরেকটি স্থাপনা তৈরি করা হয়। এখানেও একই ধরনের ব্লাস্ট ডোর ও এন্ট্রান্স রয়েছে। 

তবে গুরজানওয়ালার তুলনায় একটু বড় মোট ন’টি গ্যারেজ আছে সেখানে। সবকটি একই সাইজের। অনেকটা খোলা জায়গা আছে সেখানে। এখানেও আছে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা। মোটা প্রাচীরের আড়ালে রয়েছে সেই দুর্গ।


সূত্র: কলকাতা ২৪

উপরে