শিরোনাম
সব প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা বাংলাদেশে মার্কিন নিষেধাজ্ঞা আরোপে তৎপর ভারতীয় আমেরিকানরা টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের প্রথমবারের মতো ইউক্রেনে রাশিয়ার আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র হামলা কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ভারতীয় সেনা নিহত সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর গাজায় ১০০ ট্রাক ত্রাণ লুট করে নিল মুখোশ পরিহিতরা নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 1 April, 2018 01:01

পেনশন পাবেন পশ্চিমবঙ্গের সাংবাদিকরা

পেনশন পাবেন পশ্চিমবঙ্গের সাংবাদিকরা
মেইল রিপোর্ট :

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সাংবাদিকদের জন্য পেনশন স্কিম চালু করছে। বৃহস্পতিবার রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজ্য সরকারের তালিকাভুক্ত (অ্যাক্রিডিটেড কার্ডপ্রাপ্ত) সাংবাদিকদের মধ্যে যারা কমপক্ষে ১০ বছর কাজ করেছেন, তারা ৬০ বছর হওয়ার পর প্রতি মাসে ২ হাজার ৫০০ রুপি করে পেনশন পাবেন। এই পেনশনের অর্থ সংশ্লিষ্ট সাংবাদিকের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়বে। সেইসঙ্গে যেসব সাংবাদিকের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের পরিচয়পত্র নেই, তারাও ৬০ বছরের পর সংশ্লিষ্ট সংবাদপত্র বা সংবাদমাধ্যমে ১৫ বছরের কাজের প্রমাণ দেখাতে পারলে একই পেনশন পাবেন।

এর আগে পশ্চিমবঙ্গ সরকার তালিকাভুক্ত সাংবাদিকদের জন্য বিনা ভাড়ায় সরকারি বাসে চলাচলের সুযোগ করে দেয়। এছাড়া টিকিটের অর্ধেক মূল্যে দেশব্যাপী রেলপথে চলার সুযোগ পেয়ে থাকেন পশ্চিমবঙ্গের সাংবাদিকরা।

উল্লেখ্য, চলতি বছরের ২ ফেব্রুয়ারি অবসরপ্রাপ্ত সাংবাদিকদের জন্য পেনশন স্কিম চালুর ঘোষণা দেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। যেটি ১ এপ্রিল থেকে কার্যকর হবে বলে জানান তিনি। পশ্চিমবঙ্গে বিধানসভার অধিবেশনে মমতা বলেন, আমাদের সরকার সাংবাদিকদের প্রতি মাসে ২ হাজার ৫০০ রুপি পেনশন দেবে।

উপরে