মহাকাশে নিখোঁজ হলো ভারতীয় সামরিক স্যাটেলাইট
অকেজো হয়ে পড়া চীনা মহাকাশ স্টেশন তিয়ানগং-১ এর ধ্বংসাবশেষ অবশেষে দক্ষিণ প্রশান্ত মহাসাগর বরাবর পৃথিবীর ভূমণ্ডলে প্রবেশ করেছে। ঘটনাটি পুরনো। এবার নতুন খবর হচ্ছে উৎক্ষেপণ করার দুদিন পরেই স্যাটেলাইটের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে মহাকাশে পাঠানো ভারতীয় একটি সামরিক স্যাটেলাইটের।
এই GSAT-6A স্যাটেলাইটটি ভারতের নিজস্ব প্রযুক্তি দিয়েই তৈরি হয়েছে। ভারতে সশস্ত্র বাহিনীর মধ্যে যোগাযোগ আরও উন্নত করার জন্যে এই স্যাটেলাইটটি মহাকাশে পাঠানো হয়েছিল।
ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা আইএসআরও জানায়, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার জন্যে বিদ্যুৎ সরবরাহে ত্রুটিকেই দায়ী করা হচ্ছে।
সংস্থাটি জানায়, হারিয়ে যাওয়া স্যাটেলাইটটির ওজন ২,০৫৫ কেজি। সংযোগ পুন-স্থাপনের জন্যে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। এই স্যাটেলাইটটি তৈরিতে খরচ হয়েছে ২৭০ কোটি রুপি।
উল্লেখ্য, ভারত ২০১৪ সালে মঙ্গল গ্রহের কক্ষপথে একটি মহাকাশ যান পাঠিয়েছিল। গত ফেব্রুয়ারি মাসে মহাকাশে একবারে বিভিন্ন আকারের ১০৪টি স্যাটেলাইট পাঠিয়ে রেকর্ড সৃষ্টি করেছিল ভারত।