শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস প্রযুক্তিগত ত্রুটি, যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বন্ধ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর সাগরে ডুবে গেল বাংলাদেশ থেকে ফেরা সেই রুশ জাহাজ নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 10 April, 2018 01:08

দলিত নির্যাতনের প্রতিবাদে অনশনে রাহুল গান্ধী

দলিত নির্যাতনের প্রতিবাদে অনশনে রাহুল গান্ধী
মেইল রিপোর্ট :

দলিত নির্যাতনের প্রতিবাদে ৯ এপ্রিল সোমবারের অনশন কর্মসূচিতে যোগ দিয়েছেন ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী। কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে, সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে সমর্থন দেয়া ও সরকারের ব্যর্থতার বিরুদ্ধে প্রতিবাদ জানানো তাদের ওই কর্মসূচির লক্ষ্য। 

কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে, বিজেপি দলিতবিরোধী। দলিতদের দাবির সঙ্গে একাত্ম কংগ্রেস। তাছাড়া প্রশ্নফাঁস, ঋণ কেলেঙ্কারি, সংসদ অকার্যকর থাকা, কাবেরী নদীর পানি বন্টন, অন্ধ্র প্রদেশের বিশেষ মর্যাদা নির্ধারণ ইত্যাদি বিষয়ে ক্ষমতাসীন বিজেপি সরকারের নানান ব্যর্থতার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে দলটি।

অনশন কর্মসূচি চলাকালে কংগ্রেস একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, বিজেপি অধ্যুষিত তিনটি রাজ্যে দলিতদের ওপর সবচেয়ে বেশি নিপীড়ন চালানো হয়।

কংগ্রেসের দিনব্যাপী এই অনশন কর্মসূচির নেতৃত্ব দিতে দলটির সভাপতি রাহুল গান্ধীর সকাল ১০ টায় উপস্থিত হবার কথা থাকলেও তিনি নয়া দিল্লির রাজঘাটে অনশনস্থলে এসে পৌঁছান দুপুর একটায়।

সেখানে রাহুলের সঙ্গে ছিলেন দিল্লির কংগ্রেস নেতা অজয় মাকেনসহ কংগ্রেসের অন্যান্য নেতাকর্মীরা।

এদিকে কংগ্রেস আগামী ২৩ এপ্রিল  তালকাটোরা স্টেডিয়ামে জাতীয় দলিত সম্মেলনের ডাক দিয়েছে।

বিজেপির বিরুদ্ধে দেশকে দ্বিধাবিভক্ত করার অভিযোগ তুলে রাহুল গান্ধী বলেন, ২০১৯ সালের নির্বাচনে আমরা তাদের পরাজিত করব। জবাবে ক্ষমতাসীন দল বিজেপিও কড়া সমালোচনা করেছে কংগ্রেসের।

উপরে