শিরোনাম
সব প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো শিশুর শরীরে ‘বার্ড ফ্লু’ শনাক্ত টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের প্রথমবারের মতো ইউক্রেনে রাশিয়ার আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র হামলা কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ভারতীয় সেনা নিহত সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর গাজায় ১০০ ট্রাক ত্রাণ লুট করে নিল মুখোশ পরিহিতরা নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 26 April, 2018 10:28

ভারতে আরেক ধর্ষক ধর্মগুরুর যাবজ্জীবন

ভারতে আরেক ধর্ষক ধর্মগুরুর যাবজ্জীবন
ধর্ষক ধর্মগুরু আসারাম বাপু
মেইল রিপোর্ট :

ধর্মগুরু রাম রহিমের পর ভারতে আরেক ধর্ষক ধর্মগুরুকে দোষী সাব্যস্ত করা হয়েছে।

পাঁচ বছর আগে রাজস্থানে নিজের আশ্রমে ১৬ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের দায়ে স্বঘোষিত ধর্মগুরু আসারামকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। বুধবার যোধপুর কেন্দ্রীয় কারাগারে স্থাপিত এক অস্থায়ী আদালতে তার বিরুদ্ধে এ সাজা দেন বিচারক মধুসূদন শর্মা।

আরও দু’টি অভিযোগে দোষী সাব্যস্ত হওয়া আসারাম প্রতিটিতে ২০ বছর করে কারাদণ্ড পেয়েছে। এনডিটিভি জানায়, আসারামের রায় ঘোষণাকে কেন্দ্র করে রাজস্থান, উত্তরপ্রদেশ, হরিয়ানা ও দিল্লিতে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

ভারতজুড়ে আসারামের প্রায় ৪০০ আশ্রম ও বিশ্বজুড়ে লাখ লাখ অনুসারী রয়েছে। প্রায় ১০ হাজার কোটি টাকার একটা সাম্রাজ্য গড়ে তুলেছিল আসারাম। গুজরাটে ওই ধর্মগুরুর বিরুদ্ধে আরও একটি ধর্ষণ মামলার বিচার চলছে।

বিচারের রায়ে ৭৭ বছর বয়সী বাপু আসারামকে ধর্ষণ, মানব পাচার এবং শিশুদের বিরুদ্ধে যৌন অপরাধের দায়ে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সাজা দেয়া হয়েছে। তার সঙ্গে যে চার জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল, তাদের মধ্যে দু’জন দোষী সাব্যস্ত হয়েছে। অপর দু’জনকে অভিযোগ থেকে মুক্তি দেয়া হয়েছে।

২০১৩ সালে যোধপুরের কাছে নিজের আশ্রমে ওই কিশোরীকে ধর্ষণ করেছিলেন আসারাম। ১৯৬৩ সালে. জীবনের শুরুতে আসারাম রিকশা চালাত। তার জীবনের বেশ কিছুটা সময় কেটেছে আজমিরে। তখন নাম ছিল আসুমাল সিন্ধি।

আজমির শরিফের দরগায় পুণ্যার্থীদের রিকশা করে পৌঁছে দিত সে। দুই বছর এভাবেই কোনোরকমে দিন কাটিয়েছে আসারাম। এখনও বহু পুরনো রিকশাচালক মনে রেখেছেন আসারামকে। তবে তা সাধারণ রিকশাচালক হিসেবে। ধর্মগুরু হিসেবে নয়।

উপরে