পুরনো অস্ত্র প্রতিবেশীদের উপহার দেবে ভারত
ভারতের বিভিন্ন পুরনো অস্ত্র প্রতিবেশী দেশকে উপহার দেয়া হবে। এজন্য ব্যবহৃত সামরিক সরঞ্জামের তালিকা করতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার।
ওইসব অস্ত্রের মজুতের তালিকা চূড়ান্ত হলে ন্যূনতম খরচে সেগুলো মেরামত করে ব্যবহার উপযোগী করারও নির্দেশ দেয়া হয়েছে।
ব্যবহার উপযোগিত করে সেগুলো সামরিক সহযোগিতা বাড়াতে প্রতিবেশীদের উপহার দেয়া হবে।
এখনও পর্যন্ত ভারত তার ব্যবহৃত এমআই-২৫ হেলিকপ্টার ও দেশীয় প্রযুক্তিতে তৈরি একাধিক ভেসেল, জাহাজ বেশ কয়েকটি প্রতিবেশী দেশকে দিয়েছে।
হেলিকপ্টারগুলো দেয়া হয়েছে আফগানিস্তানকে। বাকি যেগুলো দেয়া হবে তার মধ্যে রয়েছে কামান, আর্মার্ড ভেহিকেল, হেলিকপ্টার, টহল নৌযান এবং রাডার সিস্টেম।
এগুলোর মধ্যে বেশ কয়েকটি দ্রুত মেরামত করতে নির্দেশ দেয়া হয়েছে।
উপহার হিসেবে সামরিক সহায়তা চাওয়া এসব দেশের মধ্যে রয়েছে ভারত মহাসগর অঞ্চল, আফ্রিকা, মধ্য এশিয়া এবং এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশ।
ওইসব দেশের চাওয়া পূরণ করার মাধ্যমে এক দিকে যেমন তাদের সঙ্গে গভীর কৌশলগত সম্পর্ক তৈরি করা যাবে, অন্যদিকে তেমন প্রশিক্ষকদের দল পাঠানো, ভারতে এসে বিশেষ প্রশিক্ষণ নেওয়ার সুযোগ দেয়া, রক্ষণাবেক্ষণের কাজ করা ও রক্ষণাবেক্ষণের জন্য যন্ত্রাংশ সরবরাহ করার মতো মিথস্ক্রিয়ার মাধ্যমে দেশগুলোর সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক টিকে রাখার পথ তৈরি হবে।