কলকাতা থেকে ভাগাড়ের মাংস পাচার হচ্ছে বাংলাদেশ ও নেপালে
কলকাতার বিভিন্ন রেস্তোরাঁয় ভাগাড়ের মাংস সরবরাহকারী চক্রের কয়েক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
এ নিয়ে ক্রেতা তথা ভোক্তা সাধারণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
শুক্রবার সকালে দমদমের আড়াই নম্বর গেটের কাছে একটি ফ্রায়েড চিকেনের দোকানে মাংস দেয়ার সময় এক সরবরাহকারীকে হাতেনাতে ধরে ফেলে স্থানীয় মানুষ।
রেস্তোরাঁয় দেয়ার সময় তাকে আটক করে উত্তর দমদম পৌরসভায় খবর দেয়া হয়। এরপর পুলিশ এসে তাকে নিয়ে যায়।
এর আগে বৃহস্পতিবার রাতে গ্রেফতার হওয়া একজন জানিয়েছে তারা শুধু কলকাতা নয় ওই মাংস প্রতিবেশী দেশ বাংলাদেশ ও নেপালেও পাচার করে থাকে।
গ্রেফতার মানিক বন্দ্যোপাধ্যায় পুলিশের কাছে স্বীকার করেছে, ‘বাংলাদেশের মাংস ব্যবসায়ীদেরও তারা সরবরাহ করে।
নতুন টাকা, গরু ও মহিষের মাংসের সঙ্গে চোরাইপথে প্যাকেটে করে ওই মাংস পৌঁছে দেয়।’
পুলিশ এখন খতিয়ে দেখছে মাংস পাচারকারীদের সঙ্গে জঙ্গি চক্রের কোনো যোগাযোগ আছে কি না।
পশ্চিমবঙ্গের ভাগাড়ের মাংস-কাণ্ড প্রকাশ্যে আসার পরই আতঙ্ক ছড়িয়েছে ক্রেতাদের মধ্যে।
রেস্তোরাঁ বা হোটেলমুখী হতে ভয় পাচ্ছে সাধারণ মানুষ। আতঙ্ক এমন পর্যায়ে যে, খুচরা বাজারে মুরগি ও খাসির মাংস বিক্রিও কমে গেছে।