শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস প্রযুক্তিগত ত্রুটি, যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বন্ধ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর সাগরে ডুবে গেল বাংলাদেশ থেকে ফেরা সেই রুশ জাহাজ নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 26 May, 2018 15:25

সন্ত্রাসের বিরুদ্ধে অভিন্ন সংকল্পের অনুপ্রেরণা বাংলাদেশ ভবন: মোদি

সন্ত্রাসের বিরুদ্ধে অভিন্ন সংকল্পের অনুপ্রেরণা বাংলাদেশ ভবন: মোদি
মেইল রিপোর্ট :

পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে নির্মিত ‘বাংলাদেশ ভবন’ সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশ ও ভারতের অভিন্ন সংকল্পের অনুপ্রেরণা বলে মন্তব্য করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শুক্রবার ভবনটির উদ্বোধন অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। এসময় তিনি ভবনটিকে বাংলাদেশ-ভারতের সাংস্কৃতিক বন্ধনের প্রতীক হিসেবে উল্লেখ করেন।

মোদি বলেন, বাংলাদেশ ও ভারত একে অপরের স্বার্থ, পারস্পরিক সহযোগিতা এবং সমন্বয়ের সঙ্গে যুক্ত হয়ে আছে। দুই দেশের সম্পর্কের ক্ষেত্রটি গত কয়েকটি বছর সোনালী সময়ে পৌঁছেছে। ইতোমধ্যে সীমান্ত সমস্যার সমাধান ও যোগাযোগের কয়েকটি প্রকল্প বাস্তবায়িত হয়েছে।

তিনি বলেন, দুই দেশের লক্ষ্যগুলো অভিন্ন এবং এগুলো অর্জনের রাস্তাও অভিন্ন।

ভারতের প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভারত ও বাংলাদেশ সমানভাবে সম্মানিত। তেমনি নেতাজি সুভাষ চন্দ্র বসু, স্বামী বিবেকানন্দ এবং মহাত্মা গান্ধী দুই দেশেই সম্মানিত।

রবীন্দ্রনাথ ঠাকুর যতটা ভারতের ঠিক ততটা বাংলাদেশের সঙ্গে সংশ্লিষ্ট বলেও উল্লেখ করেন তিনি।

পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেন।

উল্লেখ্য, গত শুক্রবার সকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে ২ দিনের সরকারি সফরে পশ্চিমবঙ্গের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি দমদমের নেতাজী সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে ভারতীয় বিমানবাহিনীর হেলিকপ্টারে শান্তিনিকেতনে পৌঁছান। সেখানে তাকে স্বাগত জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিশ্বভারতীর উপাচার্য সবুজ কলি সেন।

উপরে