মৃত্যুর ৪ মাস পর পদোন্নতি পেল কৃষি কর্মকর্তা!
মৃত্যুর ৪ মাস পর পদোন্নতি পেলেন কৃষি বিভাগের ত্রিবেদী নামে এক কর্মকর্তা।
ভারতের কলকাতায় চলতি বছর এ ঘটনা ঘটেছে।
গত নভেম্বর মাসে মারা যান ওই ব্যক্তি। আর চলতি বছরের মার্চ মাসে তার পদোন্নতি দেয় কৃষি বিভাগ।
এতে রাজ্য কৃষি দফতরের কর্মকর্তারা হতভম্ব। তারা বলছেন, মৃত ভোটার ভোট দেয় শুনেছিলাম! তাই বলে মৃত কর্মীরও প্রোমোশন!
কৃষকদের পরামর্শের সঙ্গে জড়িত রাজ্যের কেপিএস পদে ৫৩৬ জনের পদোন্নতির নির্দেশ প্রকাশিত হয়েছে গত ২৭ মার্চ। তাদের ‘সাবঅর্ডিনেট এগ্রিলকালচার সার্ভিস’ (গ্রেড-২) ক্যাডারভুক্ত করা হয়েছে।
কিন্তু এই ৫৩৬ জনের মধ্যে ৪৯২টি পদোন্নতির নির্দেশেই গোলমাল ধরা পড়েছে। ফলে পদোন্নতির দাবিদার বেশ কয়েকজন কর্মচারী বঞ্চিত।
কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায় বিষয়টি নিয়ে বিব্রত। পুরনো নির্দেশ স্থগিত রেখে নতুন নির্দেশ জারি করা হবে বলে জানিয়েছেন তিনি। সেই সঙ্গে এমন ভুলের যথাযথ তদন্ত করে দোষীদের শাস্তিরও আশ্বাস দিচ্ছেন মন্ত্রী।