শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস প্রযুক্তিগত ত্রুটি, যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বন্ধ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর সাগরে ডুবে গেল বাংলাদেশ থেকে ফেরা সেই রুশ জাহাজ নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 9 June, 2018 02:15

নরেন্দ্র মোদীকে হত্যার ষড়যন্ত্র ফাঁস

নরেন্দ্র মোদীকে হত্যার ষড়যন্ত্র ফাঁস
কলকাতা প্রতিনিধি :

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খুন করার ছক হয়েছিল। মাওবাদীদের গোপন কথোপকথোন থেকে এমন চাঞ্চল্যকর তথ্য হাতে উঠে এসেছে ভারতের পুনে পুলিশের। 

জানা গেছে, ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে যেভাবে খুন করা হয়েছিল ঠিক সেই ভাবেই ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খুন করার ছক কষা হয়েছিল। গত বছরের ডিসেম্বর মাসে ভিমা কোরেগাওয়ের হিংসার ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজন মাওবাদীকে গ্রেপ্তার করেছিল পুলিশ।  বৃহস্পতিবার তাদের পুনে আদালতে তোলা হয়। 

সে সময় পুলিশ জানায়, ধৃতদের মধ্যে  মধ্যে একজনের বাড়ি থেকে এই চিঠি পাওয়া গিয়েছে। গত বছরের ডিসেম্বর মাসে ভারতের মুম্বাই, নাগপুর এবং দিল্লি থেকে যথাক্রমে সুরেন্দ্র গাড়লিং, সুধীর ধাওয়াল, মহেশ রাউত, সোমা সেন এবং রোনা উইনসন নামে পাঁচ মাওবাদীকে গ্রেপ্তার করে পুলিশ। 

তাদের পুলিশি হেফাজতে নেওয়ার পর জিজ্ঞাসাবাদ করে চাঞ্চল্যকর এই তথ্য পুলিশের হাতে উঠে এসেছে।

পুলিশ সুত্রে জানা গেছে, মাওবাদীদের অভ্যন্তরীন যোগাযোগ ব্যবস্থার কিছু কথাবার্তা তাদের কাছে এসেছে। ওই কথাবার্তা থেকেই জানা যায়, রাজীব গান্ধীর মতোই মোদিকে খুনের ছক কষা হচ্ছে। মাওবাদীদের ভিমা কোরেগাওয়ের আন্দোলনকারী রোনা উইনসনের দিল্লির বাড়ির ল্যাপটপ থেকে একটি চিঠি উদ্ধার হয়, সেই চিঠিতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খুন করার কথা লেখা রয়েছে। 

চিঠিতে উল্লেখ করা হয়েছে, মোদিকে খুন করার অপারেশনের জন্য ৮ কোটি রুপি, এম-৪ রাইফেল এবং ৪ লক্ষ গুলির প্রয়োজন। ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাহুল গান্ধীকে যেভাবে খুন করা হয়েছিল হুবহু সেই ছকেই মোদিকে খুন করার কথাই লেখা রয়েছে ওই চিঠিতে। 

উদ্ধার হওয়া চিঠিতে আরো লেখা রয়েছে, আত্মঘাতী বিস্ফোরনের এটাই উপযুক্ত সময়। পার্টি যদি আমাদের প্রস্তাবে রাজি হয়, তাহলে এই পরিকল্পনা বাস্তবায়িত করা সম্ভব। সেক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রোড শো কর্মসূচীকেই কাজে লাগাতে হবে।  

সেখানে আরও বলা হয়, মোদি ভারতে হিন্দু ফ্যাসিস্ট সরকার চালাচ্ছে। ভারতের পশ্চিমবঙ্গ ও বিহার রাজ্যে বিজেপির পরাজয় ঘটলেও ইতিমধ্যেই ১৫ টি রাজ্যে বিজেপি সরকার কায়েম করেছে। তাই আমরা ভাবছি, ভারতের মাটিতে আর একটা রাজীব গান্ধীর মতো খুনের ঘটনা ঘটানো হোক। ওই চিঠি প্রসঙ্গে বৃহস্পতিবার ভারতের পুনে পুলিশের জয়েন্ট কমিশনার রবীন্দ্র কদম জানান, তদন্ত চলাকালীন পুলিশ পেন ড্রাইভ, হার্ড ডিক্স এবং অন্যান্য নথি উদ্ধার করেছে। সেগুলো ইতিমধ্যে ফরেনসিক পরীক্ষায় পাঠানো হয়েছে। 

 


নিউইয়র্কমেইল/পশ্চিমবঙ্গ/৮ জুন ২০১৮/শুভজিৎ/এইচএম

উপরে