ভারতের উত্তরাখন্ডে বাস খাদে, নিহত অন্তত ৪৫ যাত্রী
ভারতের উত্তরাখন্ডে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়ায় অন্তত ৪৪ জন নিহত হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
রোববার ভোরে উত্তরাখন্ডের গারোয়ালের নৈনিডান্ডা ব্লকে দুর্ঘটনাটি ঘটেছে। ৪৫ জন যাত্রী নিয়ে বাসটি উত্তরাখন্ডের বোয়ান থেকে রামনগরের দিকে যাচ্ছিল।
সেই সময় পৌরি গাড়ওয়াল জেলার নৈনীডাঙ্গা ব্লকের ধুমাকোট এলাকায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রন হারিয়ে পাহাড়ি রাস্তা থেকে অন্তত ৬০ মিটার নীচে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২০ জনের। বাকিদের মৃত্যু হয় হাসপাতালে নিয়ে যাওয়ার পর।
এদিকে দুর্ঘটনার খবর পেয়েই হেলিকপ্টারে করে ঘটনাস্থলে পৌঁছেছে ভারতের জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনীর কর্মীরা। তবে পাহাড়ি এলাকা বলে ত্রাণ কাজে অসুবিধা ঘটছে বলে জানা গিয়েছে।
এই ঘটনায় গাড়ওয়ালের কলিশনার সিলীপ জয়সওয়াল জানিয়েছেন, আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। ফলে বাড়তে পারে মৃতের সংখ্যা।