শিরোনাম
শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা উচিত যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড় হেলেনের আঘাতে নিহত ৪৩ টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের যুক্তরাজ্যে বর্ণবাদবিরোধী প্রতিবাদী বিক্ষোভ বিএসএফের প্রধান ও উপ-প্রধান পদচ্যুত সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার পেলেন ইমদাদুল হক মিলন ও মাহবুব ময়ূখ রিশাদ বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর নাইজেরিয়ায় নৌকাডুবিতে ৬৪ জনের মৃত্যুর আশঙ্কা নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 16 August, 2018 19:25

ভারতের সাবেক প্রধানমন্ত্রী বাজপেয়ী আর নেই

ভারতের সাবেক প্রধানমন্ত্রী বাজপেয়ী আর নেই
মেইল রিপোর্ট :

ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ী আর নেই। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৫টা ৫ মিনিটে নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনিস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স হাসপাতালে (এইমস) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

অনেক দিন ধরেই বাজপেয়ীর একটি কিডনি অচল ছিল। অসুস্থতার কারণে ২০০৯ সাল থেকে তিনি বাড়ির বাইরে বের হওয়া প্রায় বন্ধ করে দেন। গত ১১ জুন কিডনিতে  ও বুকে সংক্রমণ নিয়ে  হাসপাতালে ভর্তি হন বাজপেয়ি।

গত তিনদিনে তার শারীরিক পরিস্থিতির অবনতি ঘটতে শুরু করে। বুধবার তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। ৯৩ বছরের বাজপেয়ির অবস্থা সংকটাপন্ন- খবর পেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত ২৪ ঘন্টায় দুবার হাসপাতালে তাকে দেখতে গিয়েছেন।

বৃহস্পতিবার সকালে বিজেপির বর্ষীয়ান নেতা ও বাজপেয়ীর দীর্ঘদিনের সহযোদ্ধা লালকৃষ্ণ আদভানি কন্যা প্রতিভা আদভানিকে সঙ্গে নিয়ে এইমস হাসপাতালে গিয়েছিলেন। এছাড়া কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, বিজেপির সভাপতি অমিত শাহ, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, কাশ্মীরের নেতা ফারুক আবদুল্লা, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ভারতের দশম প্রধানমন্ত্রীকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন।

১৯৯৬, ১৯৯৮ ও ১৯৯৯ সালে তিনবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন অটল বিহারি বাজপেয়ী। প্রথম দফায় ১৩ দিন, দ্বিতীয় দফায় ১৩ মাস এবং তৃতীয় দফায় পূর্ণ সময়ের জন্য প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। 

২০১৪ সালে বিজেপি ক্ষমতায় আসার পরে বাজপেয়ীকে ভারতরত্ন উপাধি দেওয়া হয়।

উপরে