শিরোনাম
সব প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো শিশুর শরীরে ‘বার্ড ফ্লু’ শনাক্ত টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের প্রথমবারের মতো ইউক্রেনে রাশিয়ার আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র হামলা কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ভারতীয় সেনা নিহত সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর গাজায় ১০০ ট্রাক ত্রাণ লুট করে নিল মুখোশ পরিহিতরা নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 30 August, 2018 01:38

ভারতে মোবাইল ফোনে ঋণ দেবে গুগল

ভারতে মোবাইল ফোনে ঋণ দেবে গুগল
মেইল রিপোর্ট :

ভারতে প্রথমবারের মতো মোবাইল ফোনের মাধ্যমে ঋণ কার্যক্রম সেবা চালু করতে যাচ্ছে গুগল। যদিও ভারতে পেটিএম, ফোনপে ও এয়ারেটল বাংকিং কার্যক্রম পরিচালনা করছে, কিন্তু ঋণ দেয়ার কোনো কার্যক্রম তাদের নেই।

এটি ভারতে মোবাইল পেমেন্ট ব্যাংকের ক্রমবর্ধমান ব্যবসায় নতুন এক মাত্রা যোগ করতে যাচ্ছে। এজন্য গুগল ভারতের চারটি ব্যাংকের সাথে চুক্তিবদ্ধ হয়েছে। এই সেবা চালু হলে কোনো ফরম পূরণ না করেই অ্যাপ ব্যবহার করে মাত্র কয়েক সেকেন্ডের মাধ্যমে ঋণ পাবে।

বিবিসির খবরে আরও বলা হয়, গুগল তার এই সেবা ভারতেই প্রথম চালু করতে যাচ্ছে। এর আগে বিশ্বে কোথাও তারা এই কার্যক্রম শুরু করেনি।

প্রতিবেদনে বলা হয়, ভারতে ব্যাংকিং ব্যবস্থার বিরাট একটা দুর্বলতা হল, 'ব্রিক অ্যান্ড মর্টার' মডেল বা ইট-কাঠ-সিমেন্টের ব্যাংকিং শাখা। যা এতো বড় দেশে সংখ্যায় যথেষ্ট নয়। আর এজন্যই শত কোটি মানুষের দেশে এখনও কোটি কোটি মানুষের ব্যাংক একাউন্ট নেই।

গুগলের নেক্সট বিলিয়ন ইউজারস ইনিশিয়েটিভ ও পেমেন্টসের ভাইস-প্রেসিডেন্ট সিজার সেনগুপ্ত বলেছেন,  আমাদের সবারই কখনও কলেজের ফি, কখনও বাড়িঘর মেরামত বা বিয়ে-শাদি ইত্যাদি নানা কারণে হঠাৎ লোনের দরকার হয়। কিন্তু ভারতে ঋণ পাওয়াটা খুব কঠিন - জটিল একটা প্রক্রিয়া। ঋণ পেতে অনেক অনেক কাগজপত্রের ঝামেলা পোহাতে হয়।

তিনি বলেন, এ দেশের মানুষ যাতে সহজে ও দ্রুত লোন পেতে পারে সে জন্যই ভারতে চারটি ব্যাংকের সাথে চুক্তিবদ্ধ হয়ে এই ঋণ কার্যক্রম চালাবে গুগল। আর কয়েক সপ্তাহের মধ্যেই এই ব্যবস্থা চালু করা হবে।

সিজার সেনগুপ্ত আরও বলেন, ঋণের আবেদন করার মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা হয়ে যাবে।

উপরে