ভারতীয় রুপিতে ধস
মেইল রিপোর্ট :
আন্তর্জাতিক বাজারের মুদ্রামানে ভারতীয় বড় ধরনের ধসের মুখে পড়েছে ভারতীয় রুপি। ১ ডলারের বিপরীতে এখন রুপি দাঁড়িয়েছে ৭৪তে। রুপির মানের এই পতন এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ।
ভারতীয় রুপির এমন দরপতন দ্রুত বর্ধনশীল অর্থনীতির গতিকে শ্লথ করে দেবে বলে মনে করছেন অর্থ বিশ্লেষকরা।
ভারতের কেন্দ্রীয় ব্যাংক সুদহার বৃদ্ধির সিদ্ধান্ত আবারও স্থগিত করেছে। এরপর শুক্রবার এক ডলার কেনাবেচা হয়েছে ৭৪ রুপিতে।
শক্তিশালী ডলারের বিপরীতে চলতি বছর ভারতীয় রুপির দাম ১৫ শতাংশের মতো কমে যায়। যা বৈশ্বিক মুদ্রাবাজারে রুপির সবচেয়ে বাজে পারফরম্যান্স।