শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস প্রযুক্তিগত ত্রুটি, যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বন্ধ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর সাগরে ডুবে গেল বাংলাদেশ থেকে ফেরা সেই রুশ জাহাজ নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 7 October, 2018 19:29

জম্মু-কাশ্মীরে বাস খাদে, নিহত ২২

জম্মু-কাশ্মীরে বাস খাদে, নিহত ২২
আহত ব্যক্তিদের হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে
মেইল রিপোর্ট :

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের রাম্বান জেলায় একটি মিনিবাস খাদে পড়ে গেলে ২২ জন নিহত হয়েছেন। শনিবার অতিরিক্ত যাত্রীবোঝাই ওই মিনিবাসটি ৩০০ ফুট গভীর খাদে পড়ে যাওয়ার ঘটনায় আরও ১৪ জন আহত হয়েছেন। 

রাম্বানের সিনিয়র পুলিশ সুপার অনিতা শর্মা বলেন, অফিসগামী ও শিক্ষার্থীবোঝাই ওই গাড়িটি রাম্বান থেকে বানিহাল যাচ্ছিল। সকাল ১০টা ৩০ মিনিটে কেলা মোড় রোডে ওই বাসটি খাদে পড়ে যায়।

পুলিশের এই জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, নিহতদের মধ্যে প্রাথমিকভাবে ২০ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। এদের মধ্যে কলেজ শিক্ষার্থী, রাম্বানের সরকারি হাইস্কুলের শিক্ষার্থী, একজন শিক্ষক, রাজস্ব বিভাগের একজন কর্মকর্তা এবং বাসচালক রয়েছেন।

গুরুতর আহত ১২ জনকে হেলিকপ্টারে করে উদমপুরে কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে দুজনের মৃত্যু হয়। আহত অন্য ব্যক্তিদের মধ্যে একজনকে শ্রীনগরে বোন ও জয়েন্টস হাসপাতালে আর বাকি তিনজনকে রাম্বান জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে ওই বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়েছেন নাকি যানবাহনটিতে কোনও ত্রুটি দেখা দিয়েছিল সেটি নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে।

সিনিয়র পুলিশ সুপার শর্মা বলেন, একজন পেশাদার চালক হিসেবে সুনাম ছিল রেহমাতুল্লাহ’র। দৃশ্যত ওই যানবাহনে ত্রুটি দেখা দিয়েছিল। সেটির স্টিয়ারিংয়ে সমস্যা দেখা দেয়ায় এই দুর্ঘটনা ঘটে।

একজন উদ্ধারকারী কর্মকর্তা জানিয়েছেন, দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়। এর কিছুক্ষণ পর পুলিশের কুইক রেসপন্স টিম, প্যারামিলিটারি ও সেনাবাহিনীর সদস্যরা উদ্ধার অভিযানে যোগ দেয়।

অন্যদিকে জম্মু ও কাশ্মীরের গভর্নর সত্যপাল মালিক এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতারা এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। এছাড়া নিহত ব্যক্তিদের প্রত্যেকের জন্য পাঁচ লাখ রুপি ও আহত ব্যক্তিদের জন্য ৫০ হাজার রুপি ঘোষণা করেছেন গভর্নর মালিক।

উপরে