শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস প্রযুক্তিগত ত্রুটি, যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বন্ধ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ২০২৪ সালে হতাহত ৪ লাখ ৩০ হাজার রুশ সেনা, দাবি ইউক্রেনের নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 23 November, 2018 12:47

ভূমির অধিকার ও ঋণ ভর্তুকির দাবিতে হাজারো কৃষকের বিক্ষোভ

ভূমির অধিকার ও ঋণ ভর্তুকির দাবিতে হাজারো কৃষকের বিক্ষোভ
মেইল রিপোর্ট :

ভূমির অধিকার ও ঋণ ভর্তুকির দাবিতে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে বিক্ষোভ করছেন হাজার হাজার কৃষক। প্রায় বিশ হাজারের বেশি কৃষক ও উপজাতি জনগোষ্ঠীর বিক্ষোভ মিছিল বৃহস্পতিবার মহারাষ্ট্রের মুম্বাইয়ে এসে পৌঁছায়।

আগের দিন বুধবার এ বিক্ষোভ মিছিল শুরু হয় রাজ্যের থানে থেকে। মুম্বাইয়ের আজাদ ময়দানে জড়ো হয়ে বিক্ষোভ করছেন বিক্ষোভকারীরা। সরকারের কাছে দাবি জানাচ্ছেন গত বছর রাজ্য সরকারের দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের। 

আগামী বছরের সাধারণ নির্বাচনের আগে বিজেপিশাসিত পশ্চিমাঞ্চলীয় এ রাজ্যটিতে ফের কৃষক বিক্ষোভ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কপালের ভাঁজ বাড়িয়ে দিয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। ২০১৪ সালের নির্বাচনে কৃষকদের সংখ্যাগরিষ্ঠ অংশেই মোদিকে ভোট দিয়েছিল।

কিন্তু গত কয়েক বছর ধরে গ্রামীণ অর্থনীতির পতন সেই সমর্থন কমিয়ে দেবে বলেই তাদের ধারণা।

‘লোক সংঘর্ষ মোর্চা’র ব্যানারে বিক্ষোভকারীরা বৃহস্পতিবার ভোর ৫টায় রাজপথে নামে মুম্বাইয়ের উদ্দেশে। নগরের যানজট এড়াতে পুলিশ তাদের একঘণ্টা আগে রাজপথে নামতে অনুরোধ করেছিল। বেলা ১১টায় বিক্ষোভকারীরা আজাদ ময়দানে পৌঁছায়।

সেখানে তারা বিক্ষোভ সমাবেশ করছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাদনাভিসের একটি প্রতিনিধি দল বিক্ষোভকারীদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

খরায় সংকটে পড়া কৃষক ২০১৭ সালে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মোতাবেক ঋণ ভর্তুকির দাবি জানাচ্ছেন। উপজাতি কৃষকদের জন্য ভর্তুকি ও ক্ষতিপূরণেরও আশ্বাস দিয়েছিলেন তিনি। বিক্ষোভকারীরা মহারাষ্ট্রের বিভিন্ন এলাকা থেকে জড়ো হয়েছে।

কৃষকদের পাশাপাশি আম আদমি পার্টি ও মুম্বাইভিত্তিক কিছু সামাজিক গোষ্ঠীও বিক্ষোভে অংশ নিচ্ছে।

উপরে