শিরোনাম
সব প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা বাংলাদেশে মার্কিন নিষেধাজ্ঞা আরোপে তৎপর ভারতীয় আমেরিকানরা টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের প্রথমবারের মতো ইউক্রেনে রাশিয়ার আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র হামলা কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ভারতীয় সেনা নিহত সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর গাজায় ১০০ ট্রাক ত্রাণ লুট করে নিল মুখোশ পরিহিতরা নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 28 January, 2019 13:11

তান্ত্রিকের আশ্বাসে মৃত ছেলেকে বাঁচাতে ৩৮ দিন কবরের পাশে বাবা

তান্ত্রিকের আশ্বাসে মৃত ছেলেকে বাঁচাতে ৩৮ দিন কবরের পাশে বাবা
মেইল রিপোর্ট :

ভারতের অন্ধ্রপ্রদেশে তান্ত্রিকের আশ্বাসে মৃত ছেলেকে বাঁচাতে তার কবরের পাশে ৩৮ দিন ধরে বসেছিলেন বাবা থুপ্পাকুলা রামু। রাজ্যটির নেল্লোর জেলার পেটলুরু গ্রামে এই ঘটনা ঘটেছে।

জানা গেছে, গত ৩৮ দিন ধরে নিজের ছেলের কবরের পাশে বসেছিলেন থুপ্পাকুলা রামু। স্থানীয় এক তান্ত্রিক তাকে আশ্বাস দিয়েছিলেন যে ৪১ দিন ধরে ছেলের কবর পাহারা দিলেই আবারও জীবিত হয়ে উঠবে ছেলে।

আরও জানায়, তান্ত্রিকের কথা বিশ্বাস করে কবরখানায় গিয়ে বসেছিলেন ৫৬ বছরের থুপ্পাকুলা। বিষয়টি জানাজানি হতেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তাকে বুঝিয়ে কবরখানা থেকে বাড়িতে ফিরিয়ে আনেন তারা।

পুলিশের অনুমান, গত মাসে মারা যাওয়া ২৬ বছর বয়সী ছেলে শ্রীনিবাসালুকে ফিরে পেতে এই তান্ত্রিককে সাত লাখ রুপিও দিয়েছেন থুপ্পাকুলা। কিন্তু এনিয়ে পুলিশের কাছে কোনও অভিযোগ দায়ের করেননি তিনি।

কদপা জেলার কোদুরু শহরে থাকতেন শ্রীনিবাসালু। ২০১৪ সাল থেকে কুয়েতে একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন তিনি। তিনমাস আগে দেশে ফিরেছিলেন তিনি। এরপর একটি অটোরিকশা কিনে চালাতে শুরু করেন তিনি।

পরিবারের একমাত্র উপার্জনকারী শ্রীনিবাসালু কোদুরু শহরে থাকাকালীন সোয়াইন ফ্লুতে আক্রান্ত হন। তিরুপতির একটি সরকারি হাসপাতালে তার চিকিৎসা চলছিল। সেখানেই মারা যান তিনি। ছেলের মৃত্যুর পর প্রচণ্ড ভেঙে পড়া থুপ্পাকুলা ছেলেকে ফিরে পেতে তান্ত্রিকের পরামর্শ নেন।

নেল্লোর পুলিশ ডিএসপি শ্রীরামবাবু জানান, তান্ত্রিকের বিরুদ্ধে কোনও রকমের মামলা দায়ের করতে রাজি হননি থুপ্পাকুলা। উল্টো পুলিশকে তিনি বলেছেন যে যেকোনো প্রথায় বিশ্বাস রাখার অধিকার আছে তার। তাই এক্ষেত্রে তিনি কোনও অপরাধ করেননি। 

উপরে