শিরোনাম
সব প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা বাংলাদেশে মার্কিন নিষেধাজ্ঞা আরোপে তৎপর ভারতীয় আমেরিকানরা টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের প্রথমবারের মতো ইউক্রেনে রাশিয়ার আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র হামলা কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ভারতীয় সেনা নিহত সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর গাজায় ১০০ ট্রাক ত্রাণ লুট করে নিল মুখোশ পরিহিতরা নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 6 February, 2019 02:20

জুতো-মোজা পরে পরীক্ষার হলে ঢোকা নিষিদ্ধ

জুতো-মোজা পরে পরীক্ষার হলে ঢোকা নিষিদ্ধ
মেইল রিপোর্ট :

ভারতের বিহারে জুতো ও মোজা পরে পরীক্ষার হলে ঢোকা নিষিদ্ধ ঘোষণা করেছে রাজ্যটির সেকেন্ডারি এডুকেশন বোর্ড।

ঘোষণা অনুযায়ী, পরীক্ষার হলে পরীক্ষার্থীরা কোনোভাবেই জুতো ও মোজা পরে ঢুকতে পারবেন না। জুতো ও মোজা পরে এলেও হলে ঢোকার আগে তা খুলে ঢুকতে হবে।

অনেক সময় পরীক্ষার্থীকে জুতো বা মোজার ভেতরে নকল নিয়ে পরীক্ষায় হলে ঢুকতে দেখা যায়। তাই কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

ঘোষণায় বলা হয়, পরীক্ষার হলে ঢোকার আগে প্রত্যেক পরীক্ষার্থীকে কমপক্ষে দুবার সার্চ করা হবে। পোশাকের কোথাও নকল লুকিয়ে রাখা আছে কিনা তা খতিয়ে দেখা হবে।

আরও বলা হয়, পরীক্ষার হলে মোবাইল পুরোপুরি নিষিদ্ধ। শুধু পরীক্ষার্থীরা নয়, শিক্ষকেরাও পরীক্ষার হলে মোবাইল ব্যবহার করতে পারবেন না।

বিহার সেকেন্ডারি এডুকেশন বোর্ডের চেয়ারম্যান আনন্দ কিশোর জানান, নকল রুখতে সবরকম পদক্ষেপ নেয়া হচ্ছে।

উপরে