সংখ্যালঘু দলের সঙ্গে জোট ঘোষণা প্রিয়াংকার
লোকসভা নির্বাচনকে সামনে রেখে দল পুনর্গঠনে নেমেছেন কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়াংকা গান্ধী। সেই লক্ষ্যে নেতাকর্মীদের সঙ্গে একের পর এক করছেন ম্যারাথন বৈঠক।
বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো উত্তরপ্রদেশে ১১টি আসনের নেতাকর্মীদের সঙ্গে ১৫ ঘণ্টার বৈঠকে বসেন প্রদেশটির ৪১টি আসনের দায়িত্ব পাওয়া প্রিয়াংকা। এই বৈঠকে উত্তরপ্রদেশের সংখ্যালঘুদের আঞ্চলিক দল মোহন দলের সঙ্গে জোট ঘোষণা দিয়েছেন তিনি।
২০১৪ সালেও দলটির প্রধান কেশব দেব মৌর্য কংগ্রেসের সঙ্গে জোট বেঁধেছিল।
ঘণ্টার পর ঘণ্টা ধরে এ ম্যারাথন বৈঠকে নেতাকর্মীদের ক্ষুত্পিপাসা লাগাই স্বাভাবিক। আবার হাজার হাজার নেতাকর্মীর খাবার জোগান দেয়াও এই মুহূর্তে দলের পক্ষে সম্ভব নয়।
তাই ক্ষুত্পিপাসা মেটাতে লখনেৌর বেশ কিছু নেতাকর্মী বাড়ি থেকেই 'হালকা খাবার' নিয়ে এসেছিলেন। এসব নেতাকর্মীর বক্তব্য, আগের দিন তাদের অনেককেই না খেয়ে থাকতে হয়েছিল। সেখান থেকেই শিক্ষা পেয়েছেন তারা। তাই পরদিন তারা সঙ্গে করে খাবার বঁেধে নিয়ে এসেছেন।
দাদি, বাবা-মার পথ ধরে গুজরাটের গ্রাম থেকে প্রচার শুরু রাহুলের
শিগগিরই লোকসভা নির্বাচনের প্রচার-প্রচারণা শুরু করবেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। আর সেটা শুরু করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটের ধরমপুরের উপজাতীয় গ্রাম লাল দুংরি গ্রাম থেকে।
এর কারণ এই গ্রাম থেকেই নির্বাচনী প্রচারণা শুরু করতেন তার দাদি ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকন্যা সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, বাবা রাজীব গান্ধী, এমনকি মা সোনিয়া গান্ধীও।