ভারতে দ্বিতীয় দফায় ভোট পড়ল ৬৮ শতাংশ
ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ প্রক্রিয়া বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে। এ দফায় সবমিলিয়ে ৬৭.৮৪ শতাংশ ভোট পড়েছে।
দ্বিতীয় দফায় ভারতে ১১টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে ৯৫ কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে জানানো হয়, দ্বিতীয় দফায় সবমিলিয়ে ভোটের হার ছিল ৬৭.৮৪ শতাংশ।তবে কমিশনের ধারণা, ভোটের হার আরও কিছুটা বাড়বে।
২০১৪ সালে দ্বিতীয় দফার এই কেন্দ্রগুলিতে ভোটের হার ছিল ৬৯.৬২ শতাংশ।
গত ১১ এপ্রিল প্রথম দফার নির্বাচনে ৯১টি নির্বাচনী কেন্দ্রে ভোট পড়ে ৬৯.৪৩ শতাংশ।
এদিন দ্বিতীয় দফায় দেশের ১৫.৫২ কোটি ভোটারের জন্য ১.৭৮ লক্ষ ভোটগ্রহণ কেন্দ্রের ব্যবস্থা করেছিল নির্বাচন কমিশন। এই দফায় ভাগ্যনির্ধারণ হবে ১৫৯৬ জন প্রার্থীর।
আরো পড়ুন: নিউ ইয়র্কের গির্জায় গ্যাসোলিন ভর্তি ক্যান লাইটারসহ গ্রেপ্তার এক
ভারতে লোকসভা নির্বাচনে আরো পাঁচ দফায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম দফার ভোট রয়েছে যথাক্রমে ২৩ এপ্রিল, ২৯ এপ্রিল, ৬ মে, ১২ মে ও ১৯ মে। এরপর ২৩ মে ফলাফল ঘোষণা করা হবে।