শিরোনাম
সব প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা প্রথম দিনই চীন-মেক্সিকো-কানাডায় নতুন শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের ‘তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে’— ইউক্রেনের সাবেক সেনাপ্রধান ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ইমরান খানের সমর্থকদের বিক্ষোভ, উত্তাল পাকিস্তান নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 30 April, 2019 21:36

ইরানের তেল আমদানির বিকল্প নেই, যুক্তরাষ্ট্রকে ভারত

ইরানের তেল আমদানির বিকল্প নেই, যুক্তরাষ্ট্রকে ভারত
মেইল রিপোর্ট :

ইরানের তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থাকায় বিপাকে পড়েছে ভারত। যুক্তরাষ্ট্রকে নির্বাচন চলাকালীন সময়ে তেল আমদানিতে নমনীয় থাকার আহ্বান জানিয়েছে ভারতের পররাষ্ট্র দফতর। এতে বলা হয় ইরানের তেল আমদানির বিকল্প উৎস নেই ভারতের।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ এ নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে ফোনে কথা বলেন।

এতে সুষমা স্বরাজ বলেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মধ্যে কোনো রকম প্রভাব ছাড়াই ভারত ইরানের অপরিশোধিত তেল আরও কিছু সময়ের জন্য আমদানি করতে চায়। যেহেতু ভারতে নির্বাচন চলছে। নির্বাচিত সরকার ক্ষমতায় এলে এ বিষয়ে চূড়ান্ত ব্যবস্থা নেয়া হবে।

সুষমা স্বরাজ ভারতের রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থার কথা বর্ণনা করেন পম্পেওর সঙ্গে। এ সময় তিনি বলেন, প্রতি বছর ইরান থেকে ২৩.৫ বিলিয়ন টন তেল আমদানি করা হয়। ইরানের তেল আমদানি ছাড়া বিকল্প উৎস নেই।

তবে পম্পেও ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের তেল আমদানি করার বিষয়ে কোনো প্রতিশ্রুতি দেননি। পম্পেও বলেন, মার্কিন প্রশাসনে নিষেধাজ্ঞা কঠোরভাবে প্রয়োগ করার সিদ্ধান্ত হয়েছে।

উপরে