শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস প্রযুক্তিগত ত্রুটি, যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বন্ধ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর সাগরে ডুবে গেল বাংলাদেশ থেকে ফেরা সেই রুশ জাহাজ নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 20 July, 2019 02:41

প্রিয়াংকা গান্ধী আটক

প্রিয়াংকা গান্ধী আটক
মেইল রিপোর্ট :

ভারতের উত্তরপ্রদেশের লক্ষ্ণৌতে জমি নিয়ে বিরোধের জেরে নিহতদের দেখতে যাওয়ার পথে রাজনৈতিক দল কংগ্রেসের সাধারণ সম্পাদক পিয়াংকা গান্ধীকে আটক করেছে পুলিশ। 

সোনভদ্র এলাকায় যাওয়ার আগে শুক্রবার সকালে পুলিশ প্রথমে তাকে সড়কে আটকে দেয়। এরপর ঐতিহ্যবাহী গান্ধী পরিবারের এই সদস্য সড়কে নেতাকর্মীদের নিয়ে বসে পড়লে পুলিশ তাকেসহ কয়েকজনকে আটক করে।

ভারতের আনন্দবাজার পত্রিকা ও এনডিটিভি জানিয়েছে, গত সপ্তাহে সোনভদ্রের একটি গ্রামে গুজ্জর ও গোন্ড সম্প্রদায়ের মধ্যে জমি নিয়ে সংঘর্ষের জেরে গুলি চালালে ১০ জন নিহত হন। আহত হন কমপক্ষে ২৪ জন। এদিন সকালে আহতদের দেখতে প্রধানমন্ত্রী ও বিজেপি নেতা নরেন্দ্র মোদির নির্বাচনী এলাকা বারানসিতে যান পিয়াংশা। তারপর তিনি নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে সোনভদ্রের গ্রামের উদ্দেশে রওনা দেন। পিয়াংকা সোনভদ্রে পৌঁছলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

গ্রামে কোনো ধরনের জটলা করা যাবে না এমন নির্দেশিকা আগেই জারি করা হয়েছে জানিয়ে প্রিয়াংকাকে আটকে দেয় পুলিশ। এ সময় সড়কের ওপরেই কংগ্রেসের নেতাকর্মীদের সঙ্গে বসে পড়েন প্রিয়াংকা। এরপর সরকারি গাড়িতে করে প্রিয়াংকা ও অন্য কংগ্রেস কর্মীদের অন্যত্র নিয়ে যাওয়া হয়। বাধা দেয়ায় ক্ষুব্ধ পিয়াংকা সাংবাদিকদের বলেন, পীড়িত পরবিবারগুলোর সঙ্গে দেখা করতে চেয়েছিলাম। আমার ছেলের বয়সী একটি ছেলে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে।

আটকের বিষয়ে তিনি বলেন, কোন আইনের ভিত্তিতে আমাকে গ্রামে ঢুকতে দেয়া হচ্ছে না? এ বিষয়ে নির্দেশিকাও দেখতে চান তিনি। রাজ্যে আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে বলেও যোগী আদিত্যনাথের সরকারের সমালোচনা করেন পিয়াংকা।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পিয়াংকাকে ‘প্রিভেন্টিভ কাস্টডি’, অর্থাৎ প্রতিরোধমূলক হেফাজতে নেয়া হয়। এরপরই এটিকে ‘অবৈধভাবে গ্রেফতার’ বলে উল্লেখ করেন কংগ্রেসের সদ্য পদত্যাগী সভাপতি ও পিয়াংকার ভাই রাহুল গান্ধী। এ ঘটনার পরপরই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ এর সঠিক বিচারের আশ্বাস দেন। তিনি জানান, এ ঘটনায় ইতিমধ্যে এক ম্যাজিস্ট্রেটসহ পাঁচ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।

প্রসঙ্গত, ভারতের সবচেয়ে পুরনো ও ঐতিহ্যবাহী রাজনৈতিক দল কংগ্রেসের দ্বিতীয় গুরুত্বপূর্ণ পদে রয়েছেন পিয়াংকা। তার বাবা প্রয়াত রাজীব গান্ধী ও দাদি ইন্দিরা গান্ধী ভারতের সাবেক প্রধানমন্ত্রী। তার মা সোনিয়া গান্ধী ও ভাই রাহুল কংগ্রেস প্রধানের দায়িত্ব পালন করেছেন।

উপরে