শিরোনাম
সব প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা বাংলাদেশে মার্কিন নিষেধাজ্ঞা আরোপে তৎপর ভারতীয় আমেরিকানরা টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের প্রথমবারের মতো ইউক্রেনে রাশিয়ার আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র হামলা কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ভারতীয় সেনা নিহত সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর গাজায় ১০০ ট্রাক ত্রাণ লুট করে নিল মুখোশ পরিহিতরা নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 11 August, 2019 15:41

কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি সোনিয়া গান্ধী

কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি সোনিয়া গান্ধী
মেইল রিপোর্ট :

ওয়ার্কিং কমিটির বৈঠকেও সভাপতি ঠিক করতে পারল না ভারতের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল কংগ্রেস।

তাই অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে ফের দলের দায়িত্বে ফেরানো হল সোনিয়া গান্ধীকে। 

দলের শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে শনিবার সন্ধ্যায় (১০ আগস্ট) দিল্লিতে বৈঠকে বসে কংগ্রেসের ওয়ার্কিং কমিটি।

সেখানেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এনডিটিভি জানিয়েছে, এদিনও রাহুল গান্ধীকে সভাপতি পদে ফিরে পেতে আগ্রহী ছিলেন কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের একাংশ।

কিন্তু পদত্যাগপত্র তুলে নিতে রাজি হননি তিনি। এমন অবস্থায় যতদিন পর্যন্ত না রাহুলের বিকল্প পাওয়া যাচ্ছে, ততদিন পর্যন্ত সভাপতির দায়িত্ব নিতে অনুরোধ করা হয় সোনিয়াকে। রাহুলের মা ও প্রয়াত রাজীব গান্ধীর স্ত্রী সোনিয়া এতে রাজি হলে রাহুলের পদত্যাগপত্র গৃহীত হয়।

রাহুলের উত্তরসূরি হিসেবে এতদিন মুকুল ওয়াসনিক এবং মোদি সরকারের প্রথম দফায় লোকসভায় বিরোধী নেতার দায়িত্ব পালনকারী মল্লিকার্জুন খড়গের নাম শোনা যাচ্ছিল। তবে শেষ পর্যন্ত গান্ধী পরিবারেই হাতেই কংগ্রেস প্রধানের দায়িত্ব থাকল।

উপরে