শিরোনাম
সব প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা বাংলাদেশে মার্কিন নিষেধাজ্ঞা আরোপে তৎপর ভারতীয় আমেরিকানরা টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের প্রথমবারের মতো ইউক্রেনে রাশিয়ার আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র হামলা কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ভারতীয় সেনা নিহত সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর গাজায় ১০০ ট্রাক ত্রাণ লুট করে নিল মুখোশ পরিহিতরা নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 19 August, 2019 01:42

জম্মুতে ফের বন্ধ ইন্টারনেট-টেলিফোন সেবা, শ্রীনগরে কড়াকড়ি

জম্মুতে ফের বন্ধ ইন্টারনেট-টেলিফোন সেবা, শ্রীনগরে কড়াকড়ি
মেইল রিপোর্ট :

জম্মুতে শনিবার মোবাইল ইন্টারনেট ও টেলিফোন সেবা আংশিকভাবে চালু করে দেয়া হয়েছিল। তবে ২৪ ঘণ্টার মধ্যেই ফের এই সেবা বন্ধ করে দেয়া হয়েছে। 

জম্মু, সাম্বা, কাঠুয়া, উধমপুর, রিয়াসি- এই পাঁচ জেলায় গতকাল টুজি ইন্টারনেট এবং টেলিফোন সেবা আপাতত বন্ধ রয়েছে।


ভুয়া খবর ছড়িয়ে পড়া এবং বিক্ষোভ রুখতেই প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। 

১৪ দিন ধরে জম্মু-কাশ্মীরে‌ ‌কঠোর নিরাপত্তা ব্যবস্থা জারি রয়েছে। মোবাইল ইন্টারনেট ও টেলিফোন সেবা নিয়ে কড়াকড়ি বিধিনিষেধ রয়েছে। তবে ভারত সরকার জানায়, ধাপে ধাপে উপত্যকা থেকে বিধিনিষেধ তুলে নেয়া হবে। এরই অংশ হিসেবে বেশ কিছু জায়গায় শিথিল হয় কারফিউ। এছাড়া ওই পাঁচ জেলায় টুজি মোবাইল ইন্টারনেট ও টেলিফোন সেবা চালু করা হয়।

কিন্তু গতকাল সন্ধ্যা থেকেই বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু হয়। সরকারি মুখপাত্র রোহিত কানসাল জানান, শুধু শনিবারই ছয় জায়গায় বিক্ষোভ হয়েছে। পুলিশ ও বিক্ষুব্ধ জনতার সংঘর্ষে আহতও হয়েছে আটজন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রশাসনের অনুমান ইন্টারনেট সেবা চালু হতেই সোশ্যাল মিডিয়ায় ভুয়া খবর ছড়াচ্ছে। আর এর জেরেই এই সহিংসতার ঘটনা ঘটছে। ফলে উত্তেজনা রুখতেই যোগাযোগের ক্ষেত্রে ফের বিধিনিষেধ আরোপেরই সিদ্ধান্ত নেয়া হলো।

এদিকে শনিবারই হজব্রত পালন শেষে শ্রীনগর বিমানবন্দরে ফিরেছে প্রায় ৩০০ হাজি। প্রশাসন বলছে, তাদের নিরাপত্তা নিশ্চিত করাও ছিল বড় চ্যালেঞ্জ। তারা বলছে, হাজিদের নিরাপত্তার কথা মাথায় রেখেই কোনও ঝুঁকি নিতে চায়নি সরকার। এমনকি পরিচয়পত্র দেখিয়ে বিমানবন্দরে ঢুকতে হয় হাজিদের পরিবারের সদস্যদের। বাসেরও ব্যবস্থা করে জেলা প্রশাসন।

অন্যদিকে, দুই সপ্তাহ ধরে উপত্যকায় অচল জীবনযাত্রাকে একটু একটু করে স্বাভাবিক করতে চাইছে প্রশাসন। আগামীকাল সোমবার শ্রীনগরের ১৯০টি স্কুল খুলে দেয়ার কথা রয়েছে। আর তাই শিশুদের নিরাপত্তা সুনিশ্চিত করতেই স্কুল-সংলগ্ন এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করা হচ্ছে।

উপরে