আমার মৃতদেহের ওপর দিয়ে এনআরসি করতে হবে: মমতা
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমরা বাংলায় আছি। এখানে জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) ও সিএএ করার চেষ্টা চালালে আমার মৃতদেহের ওপর দিয়ে করতে হবে। খ
সোমবার রেড রোড থেকে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত প্রায় চার কিলোমিটার পদযাত্রা শেষে তিনি এসব কথা বলেন। সিএএ (নাগরিকত্ব সংশোধনী আইন) এবং এনআরসির বিরুদ্ধে এই মহামিছিলের আয়োজন করে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কোনও কোনও নেতা বাংলায় রাষ্ট্রপতি শাসন জারির কথা বলছে। আমাদের সরকার ফেলে দেবেন? ফেলে দিন। ইজ্জতের জন্য যখন লড়তে নেমেছি, তখন মাথা নত করব না।
পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়ের নাম উল্লেখ না করে তিনি বলেন, এখানে আরেক বড় বিজেপি নেতা এসেছেন। তিনি সাবধান করছেন, কেন অশান্তি হচ্ছে? আমি বলেছি আগে আসামের সরকারকে বলুন। আসামে তো বিজেপির সরকার আছে।
তিনি উপস্থিত জনতার উদ্দেশে বলেন, সিআইএসএফ বা বিএসএফ লাগবে কিনা আমাকে প্রশ্ন করা হয়েছে। আমি বলেছি কিছু লাগবে না। আপনারা ভোট দেন না? আপনাদের ছেলেমেয়েরা স্কুলে পড়ে না? তাহলে কিসের নাগরিকত্ব আপনাকে দেবে?
তৃণমূল চেয়ারপার্সন অভিযোগ করে বলেন, অশান্তিতে জড়িতরা বিজেপির কাছ থেকে অর্থ নিয়ে এই পরিস্থিতি তৈরি করছেন। এনআরসি ও সিএএ প্রত্যাহার না করা পর্যন্ত আমরা রাস্তায় আন্দোলন চালিয়ে যাব। মনে রাখবেন কেউ না থাকলেও আমরা থাকব।