শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস প্রযুক্তিগত ত্রুটি, যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বন্ধ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ২০২৪ সালে হতাহত ৪ লাখ ৩০ হাজার রুশ সেনা, দাবি ইউক্রেনের নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 5 January, 2020 00:24

রোহিঙ্গাদের কাশ্মির থেকে বিতাড়নের ঘোষণা ভারতীয় মন্ত্রীর

রোহিঙ্গাদের কাশ্মির থেকে বিতাড়নের ঘোষণা ভারতীয় মন্ত্রীর
মেইল রিপোর্ট :

ভারতে সংশোধিত নাগরিকত্ব আইন ও নাগরিক তালিকা-এনআরসির বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভ হচ্ছে। তবে এর মধ্যেই দেশটির প্রধানমন্ত্রী দফতর বিষয়ক মন্ত্রণালয়ের রাষ্ট্রমন্ত্রী জিতেন্দ্র সিং ঘোষণা করেছেন কাশ্মিরে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নির্বাসিত করা হবে। 
শুক্রবার (৩ জানুয়ারি) জম্মুতে এক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে জিতেন্দ্র সিং একথা বলেন।

তিনি জানান, সরকারের পরবর্তী পদক্ষেপ হলো রোহিঙ্গাদের প্রত্যর্পণ করা। এদের কীভাবে ফেরত পাঠানো যায় সে পদ্ধতিগুলি খতিয়ে দেখা হচ্ছে।

জিতেন্দ্র সিং আরও বলেন, সংসদে নাগরিকত্ব সংশোধনী বিল পাস হবার সঙ্গে সঙ্গেই তা জম্মু ও কাশ্মিরের মতো কেন্দ্রশাসিত অঞ্চলেও কার্যকর হয়েছে।

জম্মুতে প্রচুর রোহিঙ্গার রয়েছে উল্লেখ করে তিনি জানান, একটি তালিকা প্রস্তুত করা হচ্ছে এবং এদের বায়োমেট্রিকও নেওয়া হবে।

রোহিঙ্গা মুসলিম, বাংলাদেশের নাগরিকসহ প্রায় ১৩ হাজার ৭০০ বিদেশি জম্মু ও সামবা জেলায় বসবাস করছে। ২০০৮ থেকে ২০১৬ এ সময়েই এসেছে অর্ধেকের বেশি অবৈধ অভিবাসী। নতুন নাগরিকত্ব আইনে এদের মধ্যে মুসলিমরা ছাড়া বাকিরা আবেদন করে ভারতের নাগরিক হতে পারবেন।

এদিকে ভারতের বিভিন্ন রাজ্যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট (সিএএ) ও ন্যাশনাল রেজিস্ট্রার অব সিটিজেনস (এনআরসি) এর বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রয়েছে। নাগরিকত্ব আইনবিরোধী আন্দোলনে এ পর্যন্ত অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে।

উপরে