শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস প্রযুক্তিগত ত্রুটি, যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বন্ধ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ২০২৪ সালে হতাহত ৪ লাখ ৩০ হাজার রুশ সেনা, দাবি ইউক্রেনের নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 19 January, 2020 03:47

কাশ্মীরে পাঁচ মাস পর মোবাইল সেবা চালু

কাশ্মীরে পাঁচ মাস পর মোবাইল সেবা চালু
মেইল রিপোর্ট :

কাশ্মীরে পাঁচ মাসের বেশি সময় পরে আবার প্রিপেইড মোবাইল ফোনের সেবা চালু করেছে কর্তৃপক্ষ। মোবাইল ফোন ব্যবহারকারীরা এখন কথা বলতে এবং মেসেজ পাঠাতে পারবেন। তবে মোবাইলে ইন্টারনেট সেবা এখনও স্থগিত আছে। 

গত আগস্ট মাসে কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করার পর এই অঞ্চলের টেলিযোগাযোগ ব্যবস্থা স্থগিত করে ভারতের কেন্দ্রীয় সরকার। কারণ কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করার পর বিক্ষুব্ধ হয়ে উঠেছিল এই মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলের বাসিন্দারা।

ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আদেশ দিয়ে গত সপ্তাহে ভারতের সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বলা হয়, এটি মানুষের একটি মৌলিক অধিকার। গত ১৫০ দিনেরও বেশি সময় ধরে কাশ্মীরে ইন্টারনেট সেবা একেবারে বন্ধ আছে।

এটি ভারতের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে ইন্টারনেট সেবা বন্ধ থাকার ঘটনা। এছাড়া কাশ্মীরের কয়েকশো রাজনৈতিক নেতা-কর্মী, ব্যবসায়ী, মানবাধিকারকর্মীকে গত পাঁচ মাসের বেশি সময় ধরে আটক করে রেখেছে ভারতের কেন্দ্রীয় সরকার।

ভারতীয় সরকার দাবি করেছে, বিক্ষোভ ও প্রাণহানি এড়াতে টেলিকম সেবা বন্ধ করে দেয়া হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের আগেই অঞ্চলটির ইন্টারনেট, মোবাইল ফোন ও ল্যান্ডলাইন সেবা বন্ধ করে দেয়া হয়।

উপরে