শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় নিহত ৩ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার রাসায়নিক প্রতিরক্ষা বাহিনীর প্রধান বোমা হামলায় নিহত ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ভূমিকম্পে ভানুয়াতুতে নিহত বেড়ে ১৪ নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 19 February, 2021 16:29

ই-পর্যটন ভিসা চালু করছে ভারত

ই-পর্যটন ভিসা চালু করছে ভারত
মেইল রিপোর্ট :

শিগগিরই ই–পর্যটন ভিসা চালু করার পরিকল্পনা নিয়েছে ভারত। 

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন।

চিকিৎসা ভ্রমণ বাড়ানোর জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে উল্লেখ করে হর্ষবর্ধন বলেন, ‘ভারত মেডিক্যাল ভিসা প্রদান শুরু করেছে এবং দ্রুত ই–পর্যটন ভিসা চালু করবে। করোনার কারণে দেশটিতে ব্যাপকভাবে কমে গেছে চিকিৎসা ভ্রমণ।’ দ্য মিন্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

উন্নত স্বাস্থ্যসেবা সুবিধা বিশ্বে ভারতের চিকিৎসা পর্যটনের চাহিদা বাড়িয়ে দিয়েছে জানিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ভারত বরাবরই একটি জনপ্রিয় পর্যটনকেন্দ্র, তবে কয়েক বছর ধরে এটি চিকিৎসা পর্যটনের জন্য একটি শীর্ষস্থান হিসেবে চিহ্নিত হয়েছে। ভারতে স্বাস্থ্যসেবা শিল্পের ব্যাপক অগ্রগতি হয়েছে, যা বিশ্বের অন্যতম সেরাদের তুলনীয়। আমাদের শিক্ষাব্যবস্থায় বিশ্বমানের চিকিৎসক, নার্স ও প্যারামেডিকেল স্টাফ তৈরি হচ্ছে, যা এখন বিশ্বজুড়ে স্বীকৃত। এমনকি অনেক জায়গায় ভারতকে বিশ্বের ফার্মেসি বলা হয়। ভারত ওষুধের অন্যতম বৃহৎ প্রস্তুতকারক দেশ এবং বিশ্বজুড়ে ভ্যাকসিনের একটি বড় অংশ সরবরাহ করে।’

তিনি বলেন, ‘চিকিৎসা পর্যটনকে আরও উৎসাহিত করার জন্য আমরা ইতিমধ্যে মেডিক্যাল ভিসা প্রদান শুরু করেছি।’

স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন বলেন, ‘শিগগিরই ই-পর্যটন ভিসার পাশাপাশি নির্ধারিত আন্তর্জাতিক বিমানগুলো পুনরায় চালু করার পরিকল্পনা করা হচ্ছে।’

 

উপরে