শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস প্রযুক্তিগত ত্রুটি, যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বন্ধ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ২০২৪ সালে হতাহত ৪ লাখ ৩০ হাজার রুশ সেনা, দাবি ইউক্রেনের নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 26 November, 2023 15:17

নিজেদের তৈরি যুদ্ধবিমানে উড়লেন মোদি

নিজেদের তৈরি যুদ্ধবিমানে উড়লেন মোদি
মেইল রিপোর্ট :

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার ‘তেজস’ নামে একটি যুদ্ধবিমানে উড়ে ইতিহাস তৈরি করেছেন। প্রথমবারের মতো বর্তমান প্রধানমন্ত্রী দেশীয় তৈরি হালকা যুদ্ধবিমানে উড়েছেন।

এ ঘটনায় মোদি টুইট করে বলেছেন, সফলভাবে একটি যাত্রা সম্পন্ন করেছি। অভিজ্ঞতাটি অবিশ্বাস্যভাবে সমৃদ্ধ করেছে আমাকে। বিশেষ করে আমাদের দেশীয় প্রযুক্তির ক্ষমতার প্রতি আমার আস্থা বাড়িয়েছে। আমাকে আমাদের জাতীয় সম্ভাবনা সম্পর্কে গর্ব ও আশাবাদের নতুন অনুভূতি দিয়েছে।

তেজসের সঙ্গে তার ছবিও শেয়ার করেছেন প্রধানমন্ত্রী। তার পরনে একটি স্যুট, বিমানচালকের চশমা ও একটি হেলমেট ছিল।

অন্য একটি টুইটে মোদি বলেন, আজ তেজসে উড়ে, আমি অত্যন্ত গর্বের সঙ্গে বলতে পারি যে আমাদের কঠোর পরিশ্রম এবং উৎসর্গের কারণে আমরা স্বনির্ভরতার ক্ষেত্রে বিশ্বের কারো চেয়ে কম নই। ভারতীয় বিমান বাহিনী, ডিআরডিও এবং এইচএএল-এর পাশাপাশি সমস্ত ভারতীয়দের আন্তরিক অভিনন্দন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার ওই যুদ্ধবিমান তৈরিকারী প্রতিষ্ঠান বেঙ্গালুরু-ভিত্তিক প্রতিরক্ষা পিএসইউ হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড পরিদর্শন এবং এর উৎপাদন সুবিধার চলমান কাজ পর্যালোচনা করেন।

লাইট কমব্যাট এয়ারক্রাফ্ট ‘তেজস’ মাল্টি-রোল ফাইটার হিসেবে আক্রমণাত্মক বিমান এবং স্থল অভিযানে খুব কাছ থেকে সহায়ক ভূমিকা পালনে সক্ষম।  

ভারতীয় বিমান বাহিনী বর্তমানে ৪০টি তেজাস এমকে-ওয়ান বিমান পরিচালনা করছে। এছাড়া ৮৩টি তেজাস এমকে-ওয়ান ফাইটার সরবরাহের জন্য অর্ডার করেছে। যার মূল্য ধরা হয়েছে  ৩৬ হাজার ৪৬৮ কোটি রূপি।


সূত্র: এনডিটিভি

উপরে